প্রয়াত টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। বাংলা বিনোদন জগতের একজন বিখ্যাত অভিনেতা ছিলেন তিনি। মৃত্যুকালীন অভিনেতার বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতার আকস্মিক প্রয়ানে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বিনোদন জগৎ। অভিনেতা বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার নিজ বাসভবনেই প্রয়াত হন তিনি।
যেমনটা জানা যাচ্ছে বিগত সোমবার থেকেই অসুস্থ ছিলেন তিনি। শুটিংয়ের জন্য গিয়েছিলেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর থেকেই চলছিল চিকিৎসা, শেষে প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গভীর রাত্রে শেষ নিঃস্বাস ত্যাগ করেন অভিনেতা। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
সেই নব্বইয়ের দশক থেকে বাংলা বিনোদনের জগতের তারকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জী থেকে তাপস পাল এর মত অভিনেতাদের সাথে একসাথেই উঠে আসে তাঁর নাম। সন্ধ্যা রায়, উৎপল দত্তের মত অভিনেতাদের সাথে কাজ করেছেন বাংলা সিনেমায়।
এমনকি প্রথমসারির অভিনেত্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়ের মত সমসাময়িক অভিনেত্রীদের সাথেও একাধিক ছবিতে কাজ করেছেন। বর্তমানে একাধিক সিরিয়ালেও অভিনয় করছিলেন অভিনেতা। বিশেষত খড়কুটো সিরিয়ালে গুনগুন এর বাবার চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত ছিল