• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগেই পেয়েছিলেন অশনি সংকেত! স্ত্রীকে শেষ চুমু খেয়ে অভিষেক বলেছিলেন, ‘যত দিন যাবে আমার স্পর্শ বুঝবে’

Abhishek Chatterjee’s Wife Sanjukta,Bengali Actor Abhishek Chatterjee has Passed Away,Popular Bengali Actor Abhishek Chatterjee passes away with cardiac arrest at the age of 57,প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,টলিউডের বাংলা,টলিউড অভিনেতা অভিষেক বন্দোপাধ্যায়,অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা Abhishek Chatterjee Death,Bengali Actor,অভিষেক চট্টোপাধ্যায়,বাঙালি অভিনেতা

সকলের সামনে, ভরা মঞ্চে সেদিন স্ত্রী সংযুক্তা চ্যাটার্জিকে আদর করেছিলেন সদ্য প্রয়াত অভিনেতা ওরফে সকলের প্রিয় ‘মিঠু দা’ অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee)। জিতের নতুন রিয়েলিটি শো-‘ ইসমার্ট জোড়ি’র মঞ্চে চোখ বেঁধেও সেদিন স্বামীকে চিনতে অসুবিধা হয়নি তার। খেলার নিয়মানুযায়ী চোখ বেঁধেই স্বামী অভিষেকের গালে চুমু খেয়েছিলেন সংযুক্তা, তবে সেদিনও তিনি জানতেন না এই তার শেষ আদর৷ ২৩ শে মার্চই অভিষেক শেষ ক্যামেরার সামনে দাঁড়ালেন, তাও সস্ত্রীক।

২৪ শে মার্চ ভোরেই সবটা শেষ হয়ে গেল৷ মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টলিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি (Abhishek Chatterjee)। মৃত্যুর আগে দিন কয়েক ধরেই মোটেই শরীর ভালো যাচ্ছিলনা অভিষেকের, তবে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি অভিনেতা। কখনও হাল্কা জ্বর, কখনও পেটের সমস্যা।

Abhishek Chatterjee’s Wife Sanjukta,Bengali Actor Abhishek Chatterjee has Passed Away,Popular Bengali Actor Abhishek Chatterjee passes away with cardiac arrest at the age of 57,প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,টলিউডের বাংলা,টলিউড অভিনেতা অভিষেক বন্দোপাধ্যায়,অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা Abhishek Chatterjee Death,Bengali Actor,অভিষেক চট্টোপাধ্যায়,বাঙালি অভিনেতা

২৩ শে মার্চ শ্যুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিষেক৷ ভাগ্যিস সেদিন পাশে ছিলেন স্ত্রী সংযুক্তা, অন্তত শেষ সময়টুকু স্বামীর কাছে থাকতে পেরেছিলেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘রূপকথা’র মতো সেই ভিডিও। যেখানে কখনও স্ত্রীকে চুম্বন করছেন মিঠু দা, কখনও প্রপোজ করছেন, কখনও জড়িয়ে ধরছেন বাহুডোরে।

Abhishek Chatterjee’s Wife Sanjukta,Bengali Actor Abhishek Chatterjee has Passed Away,Popular Bengali Actor Abhishek Chatterjee passes away with cardiac arrest at the age of 57,প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,টলিউডের বাংলা,টলিউড অভিনেতা অভিষেক বন্দোপাধ্যায়,অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা Abhishek Chatterjee Death,Bengali Actor,অভিষেক চট্টোপাধ্যায়,বাঙালি অভিনেতা

এই বয়সেও তাদের প্রেম দেখে চোখ জুড়িয়েছিল দর্শকদের। সবচেয়ে অবাক করেছে শোতে অভিষেকের একটা কথা, যেন আগের থেকেই অশনি সংকেত পেয়েছিলেন অভিনেতা। স্ত্রীকে আদর করে তিনি বলেছিলেন, ‘যতই দিন যাবে স্বামীর স্পর্শ বুঝতে পারবে তুমি’। পরের দিন সেই কথাই একেবারে বাস্তবে প্রমাণ হয়ে গেল। বাকি জীবনটা স্বামীর স্পর্শ অনুভব করা ছাড়া আর কোনোই উপায় নেই সংযুক্তার৷

Abhishek Chatterjee’s Wife Sanjukta,Bengali Actor Abhishek Chatterjee has Passed Away,Popular Bengali Actor Abhishek Chatterjee passes away with cardiac arrest at the age of 57,প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,মাত্র ৫৭ বছর বয়সে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়,হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়,টলিউডের বাংলা,টলিউড অভিনেতা অভিষেক বন্দোপাধ্যায়,অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা Abhishek Chatterjee Death,Bengali Actor,অভিষেক চট্টোপাধ্যায়,বাঙালি অভিনেতা

এদিন স্ত্রী সংযুক্তার সাথে গাঢ় নীল রঙের শেরওয়ানি পরে এসেছিলেন অভিনেতা। নিজেদের প্রেম উৎযাপন করেছিলেন মঞ্চে। এদিন নিজেদের প্রথম দেখা থেকে প্রেম নিয়ে একাধিক অজানা কথা জানিয়েছিলেন অভিনেতা। এপ্রিলে প্রথম দেখা হয়েছিল স্ত্রী সংযুক্তার সাথে। এরপর ৯ই জুলাই বিয়ের সিদ্ধান্ত আর বিয়েটাও করে নেন দুজনে। স্ত্রী সংযুক্তা বলেন, অভিষেককে দেখে অভিভূত হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিলো, এই সেই মানুষ যার সাথে বাকি জীবনটা কাটিয়ে নেওয়া যায়।

এরপর মঞ্চে টাইটানিকের আইকনিক পোজে দাঁড়াতে দেখা গিয়েছে দুজনকে। চোখ বাঁধা থাকলেও ভালোবেসে অভিষেকের গালে চুম্বন করেন সংযুক্তা। সম্প্রতি শোয়ের এই শুটিংয়ের টুকরো মুহূর্ত নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘ইসমার্ট জোড়ির মঞ্চে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কিছু সোনালী মুহূর্ত যা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥