২৪শে মার্চ প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। একসময় টলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৮৬ সালে তরুণ মজুমদার পরিচালিত ‘পথভোলা’ ছবি দিয়েই শুরু হয়েছিল টলিউডের পথচলা। কিন্তু একসময় ভালো অভিনয় সত্ত্বেও একাধিক ছবি সই করানো হয়ে গেলেও হাতছাড়া হয়ে গিয়েছিল। অভিমানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন নিজেকে বহুবছর। তবে চলে যাওয়ার আগে আবারও নায়ক হয়েই ফিরেছিলেন বড়পর্দায়।
হ্যাঁ, একসময় যে যন্ত্রণা আর অভিমান নিয়ে টলিউড ছেড়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায় তা হয়েও বুঝতে পেরেছিলেন স্বয়ং ঈশ্বরও। তাই তো চলে যাওয়ার আগেই বড়পর্দায় আবারও নায়ক হয়ে কামব্যাকের সুযোগ মিলেছে। পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়ের (Rana Banerjee) ‘পঞ্চভুজ’ (Panchabhuj) ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করে জীবনের শেষ ছবিতে ইচ্ছাপূরণ হল তাঁর!
ছবিতে অভিষেকের পাশাপাশি দেখা মিলবে সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Bannerjee), কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের (Koneenica Banerjee)। ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে, আশা করা হচ্ছে অতি শীঘ্রই প্রকাশ্যে আসবে ছবির পোস্টের থেকে ট্রেলার ও গান। ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? ছবির কাহিনীটাই বা কেমন? এমন নানা প্রশ্ন ইতিমধ্যেই জগতে শুরু করেছে অভিষেক অনুরাগী থেকে শুরু করে সমস্ত নেটিজেনদের মধ্যে।
দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরতে পেরে উচ্ছসিত ছিলেন অভিনেতা। সম্প্রতি ছবি ও অভিষেক চট্টোপাধ্যায়য়ের অভিনয় নিয়ে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হাজির হলেন পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে জানা যায় ছবিতে মুখ্য চরিত্র ‘রাঘব’ এর ভূমিকায় থাকবেন অভিষেক। যদিও ছবির কাহিনী সম্পূর্ণ খোলসা করেননি তিনি তবে কিছুটা প্রকাশ্যে এনেছেন।
ছবিতে আশ্রমের বাসিন্দা রাঘব, শহর থেকে ইঁদুরে আশ্রমের অনাথ শিশুদের নিয়েই তার জীবন।লেখাপড়া শেখানো থেকে আরও অন্যান্য কাজের মধ্যে দিয়েই দিন কাটত। কিন্তু তার মাঝে হটাৎ করেই আসে কিছু ব্যক্তিগত সমস্যা, সেটা কাটিয়ে কিভাবে এগিয়ে চলবে রাঘব সেই নিয়েই কাহিনী।
পরিচালক আরও জানান, শুটিংয় চলাকালীনও শারীরিক সমস্যা দেখা দিত। বেশ কিছু দৃশ্যের শুটিংয়ের জন্য নৌকায় ওঠা বা বসার সময় সমস্যা হত। তবে কষ্ট হলেও কাজ ভীষণ ভালোবাসতেন তাই দারুন উপভোগ করেছেন ছবির শুটিং। কিন্তু আফসোস একটাই, ,এটাই যে শেষ ছবি হবে সেটা একবারের জন্যও ভাবতে পারেনি কেউই।
ছবির অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় অশ্রুসিক্ত কণ্ঠে জানান, ‘টলিউডের ‘কার্তিক ঠাকুর’ ছিলেন মিঠু দা, ওর বিপরীতে অভিনয় করার জন্য নায়িকারা মুকিয়ে থাকতেন। এমন একজন নায়কের শেষ ছবির নায়িকা আমি। প্রথমে শুনেই আনন্দিত হয়েছিল, এরপর যখন কাজ করলাম জানলাম ওর মত ভদ্রম বিনয়ী মানুষ গোটা ইন্ডাস্ট্রিতে খুবই কম’।