• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মদিনের মাত্র একমাস আগেই মৃত্যু! স্মৃতির পাতা ঘেঁটেই অভিষেক চ্যাটার্জিকে শুভেচ্ছা জানালেন সংযুক্তা

Abhishek Chatterjee,Abhishek Chatterjee Birth day,Abhishek Chatterjee death,sanjukta chatterjee,অভিষেক চ্যাটার্জি,সংযুক্তা চ্যাটার্জি,অভিষেক চ্যাটার্জির জন্মদিন

দীপ নিভে গেছে চিরদিনের জন্য। বছরের শুরুতেই আচমকা দুঃসংবাদে শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। কথা হচ্ছে অভিনেতা অভিষেক চ্যাটার্জির (Abhishek Chatterjee) প্রয়াণ নিয়ে। দেখতে দেখতে এক মাস পেরিয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। অভিনেতা যে এভাবে হটাৎ চলে যেতে পারেন সেটা কেউই ভাবতে পারেনি। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার সাথে ভুগছিলেন। তবে কাজের সাথে কোনোদিনই আপোষ করেননি। শেষ দিনেও শুটিংয়ের ফ্লোরেই ছিলেন অভিনেতা।

এক মাস আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা। আর তার প্রয়ানের ঠিক এক মাস পরেই ছিল অভিনেতার জন্মদিন। গত বছরেও এই দিনটায় পরিবার পরিজন সকলের সাথেই হইহই করে কাটিয়েছিলেন অভিষেক। কিন্তু আজ সম্পূর্ণ অন্য চিত্র। এবছর জন্মদিন তো আছে অভিষেক আর নেই। তাই প্রয়াত স্বামীকে ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি (Sanjukta Chatterjee)।

Abhishek Chatterjee sraddhanusthan

৩০ এপ্রিল অর্থাৎ আজই প্রয়াত অভিনেতার জন্ম বার্ষিকী। কিন্তু জন্মদিনের ঠিক এক মাস আগে গত ২৪ শে মার্চই তার জন্মদিনের সমস্ত মোম এক ঝটকায় নিভে গিয়েছে। স্বামীর মৃত্যুর পর তাকে নিয়ে নানান স্মৃতি, অভিজ্ঞতা শেয়ার করতে অভিষেকের ফেসবুক পেজটি স্ত্রী সংযুক্তাই চালাচ্ছেন।

Abhishek Chatterjee,Abhishek Chatterjee Birth day,Abhishek Chatterjee death,sanjukta chatterjee,অভিষেক চ্যাটার্জি,সংযুক্তা চ্যাটার্জি,অভিষেক চ্যাটার্জির জন্মদিন

সেখানেই দুটি ছবি শেয়ার করে প্রয়াত অভিষেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবি দুটি অভিনেতার জন্মদিনের পার্টিরই। প্রথম ছবিতে মেয়ের হাত থেকে কেক খাচ্ছেন অভিনেতা, দ্বিতীয় ছবিতেও মেয়ের হাত ধরেই রয়েছেন তিনি। এই ছবি দুটি শেয়ার করে সংযুক্তা লিখছেন, ‘সব মেয়েরই স্বপ্ন একজন ভাল স্বামী ও যত্নশীল বাবা পাওয়ার। তুমি সেটাই। তুমি চিরদিন এমনি থাকবে। যত দিন যাচ্ছে আমি তত বেশি করে ভালবাসছি তোমাকে। ভালবাসা আমাদের আলাদা করতে পারবে না। শুভ জন্মদিন প্রিয়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥