• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম সিনেমা পেতেই সময় লেগেছিল ২ বছর! অমিতাভের ছেলে হয় কিছুই লাভ হয়নি, বিস্ফোরক অভিষেক বচ্চন

বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করার পর থেকে বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন জুনিয়র বচ্চন। জন্মসূত্রেই স্টার কিড তিনি। বাবা বলিউড শহেনশা অমিতাভ বচ্চন(Amitabh Bachchan) এবং মা অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan)। তা কেরিয়ারের শুরু থেকেই নেপোটিজমের লেবেল সেঁটে দেওয়া হয়েছিল অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) গায়ে। কিন্তু বরাবরই বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে ভালোবাসেন অভিনেতা।

তাই শত সমালোচনার মধ্যেও, জীবনের কঠিন সময়ে নিজেকে সংযত রেখেছেন অভিনেতা। একটা সময় এমন গিয়েছে যখন তাকে শুনতে হয়েছিল বাবা অর্থাৎ অমিতাভ বচ্চনের নাম ভাঙিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পেয়েছেন অভিষেক। যদিও আদতে তেমনটা নয়। দীর্ঘ ২১ বছরের জার্নি শেষে পুরনো অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিষেক জানিয়েছেন ‘প্রথম সিনেমা পেতে আমার প্রায় দু’বছর সময় লেগেছিল।’

   

Abhishek Bachchan,অভিষেক বচ্চন,Amitabh Bachchan,অমিতাভ বচ্চন,Bollywood,Nepotism,নেপোটিজম

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানান খারাপ অভিজ্ঞতার বিষয়ে মুখ খুলেছেন বচ্চন পুত্র। অভিনেতা জানিয়েছেন যখন তার হাতে কাজ ছিল না তখন নানা ধরনের ট্রোলিং মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু সেসব সযত্নে এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে বর্তমানে সুদিন ফিরেছে অভিনেতার। তাই পুরনো অনেক না পাওয়া, খারাপ লাগার কথা তুলে ধরেছেন অভিষেক।

এপ্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অমিতাভ বচ্চনের ছেলে বলে ছাড় পাননি তিনি। অভিষেকের কথায় এমনও দিন গিয়েছে যখন ‘ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু একবারের জন্য আমাকে জানানো হয়নি। আমি শুটিংয়ে পৌঁছে গিয়েছি। গিয়ে দেখছি আমার জায়গায় অন্য কেউ শুট করছে।’ সেইসাথে তার আরও সংযোজন ‘বলিউডে এটা ভীষণ স্বাভাবিক জানেন। আমার বাবাকেও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে।’

Abhishek Bachchan,অভিষেক বচ্চন,Amitabh Bachchan,অমিতাভ বচ্চন,Bollywood,Nepotism,নেপোটিজম
তবে এখন পরিস্থিতি বদলেছে। অভিষেকের কথায় ‘হাতে কাজ থাকায় ভালো সময়ের সাক্ষী হয়েছি আমি। হাতে কাজ ছিলনা, তখনও খারাপ সময়ও দেখেছি আমি। আসলে কোনও কিছুই গায়ে মেখে নেওয়া উচিত নয়।দিনের শেষে, এটা শুধুমাত্র ব্যবসা। ২১ বছর ধরে অনেক পরিশ্রম, মনের কষ্ট, হদয় ভাঙার সাক্ষী আমি। এটা মোটেই সহজ ছিল না’। অভিষেকের এই সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘পরিশ্রম না করে কেউই সফল হতে পারে না। আমি তোমার পরিশ্রমে গর্বিত। তোমার অর্জনেও আমি খুব খুশি।’