• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবা তুলে ইয়ার্কি মোটেই সহ্য করব না! অমিতাভকে অপমান করায় শো ছেড়ে চলে গেলেন অভিষেক, রইল ভিডিও

Updated on:

Case Toh Banta Hai,Abhishek Bachchan,Abhishek Bachchan Case Toh Banta Hai,Bollywood,Abhishek Bachchan angry,entertainment,অভিষেক বচ্চন,কেস তো বানতা হ্যায়,বলিউড,বিনোদন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) প্রচণ্ড ঠাণ্ডা স্বভাবের একজন মানুষ। সদা হাস্যময় একজন ব্যক্তি তিনি। তবে সম্প্রতি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পুত্র প্রচণ্ড চটে গিয়েছিলেন। একটি জনপ্রিয় কমেডি শো’য়ে পিতা অমিতাভকে নিয়ে ফালতু ইয়ার্কি করায় মাঝ পথে শো থেকে বেরিয়ে যান অভিনেতা।

সম্প্রতি অভিষেক রীতেশ দেশমুখ, কুশা কপিলা, বরুণ শর্মার শো ‘কেস তো বানতা হ্যায়’তে (Case Toh Banta Hai) গিয়েছিলেন। সেখানেই মজার ছলে কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠী ‘বিগ বি’কে নিয়ে একটি জোকস বলেন। যা শোনা মাত্রই নিজের মেজাজ হারান অভিষেক।

Abhishek Bachchan sad

পরিতোষের জোকস শোনা মাত্রই অভিষেক ‘কেস তো বানতা হ্যায়’র নির্মাতাদের ডেকে পাঠান। সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ করতে বলেন তিনি। অভিষেকের প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে যান রীতেশ এবং কুশা।

অভিষেক বলেন, ‘এবার একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি নিজের বিষয়ে সব কিছু শুনতে রাজি আছি। আমি বুঝি সেটা। কিন্তু মা-বাবাকে এই বিষয়ে টানা উচিত নয়। আমাকে অবধিই জোকস রাখো। বাবাকে নিয়ে আমি একটু সেনসিটিভ হয়ে যাই’।

Amitabh Bachchan and Abhishek Bachchan

পরিতোষ অভিষেককে শান্ত হতে বলার চেষ্টা করেন। কিন্তু অভিনেতা একেবারেই তাঁর কোনও কথা শোনার মেজাজে ছিলেন না। পরিতোষকে ধমক দিয়ে অমিতাভ পুত্র বলেন, ‘একটু সম্মান করা উচিত। কমেডির গণ্ডিতে থেকে এতটাও করা উচিত নয়। আমরা আজকাল একটু বেশিই বয়ে যাই’।

অভিষেক এতটা রেগে গিয়েছেন দেখে ‘কেস তো বানতা হ্যায়’র নির্মাতা এবং সম্পূর্ণ টিম তাঁকে ঠাণ্ডা করার চেষ্টা করেন। কিন্তু অমিতাভ পুত্র কোনও কথা শোনার মেজাজেই ছিলেন না। মাঝ পথে শ্যুটিং বন্ধ করে বেরিয়ে যান তিনি।

‘কেস তো বানতা হ্যায়’ অ্যামাজন মিনি টিভিতে সম্প্রচারিত হয়। বলিউডের বহু তারকা এই কমেডি শোয়ে অতিথি হিসেবে গিয়েছেন। এখানে রীতেশ এবং বরুণকে উকিল এবং কুশাকে বিচারকের ভূমিকায় দেখা যায়। এই শো’য়ে রীতেশ-বরুণ-কুশা ছাড়াও পরিতোষ, গোপাল দত্ত, সংকেত ভোঁসলে এবং সুগন্ধা মিশ্রার মতো কমেডিয়ানরাও রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥