• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটিপটিও হয়েও হাত সাফাইয়ের বাতিক, শুটিং ফ্লোর থেকে চুরি করেন অভিষেক! ভাইরাল কোর্ট রুমের ভিডিও

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যে ধরণেই চরিত্রই তাঁকে দেওয়া হোক না কেন, তিনি নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কাটেনই। তা সে ‘হাউসফুল ৩’এর মতো হাসির ছবিতে কমেডি চরিত্র হোক বা ‘দশভি’র গুরুগম্ভীর চরিত্র- অভিষেক সবেতেই সাবলীল।

তবে সম্প্রতি বলিপাড়ার এই নামী অভিনেতার সম্বন্ধেই একটি অজানা সত্যি সবার সামনে এসেছে। যা শোনার পর চোখ কপালে উঠেছে নেটিজেনদের। সেই কথাটি হল, অভিষেক নাকি তাঁর ছবির সেট (Film set) থেকে জিনিস চুরি করেন।

   

Abhishek Bachchan sad

হ্যাঁ, ঠিকই দেখছেন। কয়েকশো কোটি টাকার মালিক, কিংবদন্তি অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক আসলে ‘চোর’! অভিষেকের এই অভ্যেসের কথা জানার পর থেকে অনুরাগীদের মনে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তা হল কেন এমন করেন অভিষেক? তাঁর কীসেরই বা অভাব রয়েছে যে শেষ পর্যন্ত ফিল্ম সেট থেকে জিনিস চুরি করতে হয় তাঁকে?

সম্প্রতি রীতেশ দেশমুখের কমেডি শো ‘কেস তো বানতা হ্যায়’তে (Case Toh Banta Hai) অভিষেকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তবে জানিয়ে রাখা প্রয়োজন, সবটাই হয়েছে কিন্তু মজার ছলে। রীতেশ নিজেও তাঁর ‘হাউসফুল ৩’এর সহ অভিনেতার বিষয়ে এই অভিযোগ এনেছেন মজা করে। আর অভিষেকও মজার ছলেই উত্তর দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

রীতেশ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনার পর হালকা মেজাজেই অমিতাভ পুত্র বলেন, ‘হিরোইন কে চুরি করে নিয়েছি’। এক্ষেত্রে অভিষেক তাঁর স্ত্রী তথা নায়িকা ঐশ্বর্য রাই বচ্চনের দিকে ইঙ্গিত করেছেন। সম্প্রতি নেটদুনিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের বেশ ভালোলেগেছে।

অপরদিকে রীতেশের শো ‘কেস তো বানতা হ্যায়’র বিষয়ে বলা হলে, এটি একটি কমেডি শো। এখানে বলিউডের বহু নামী তারকাকে দেখা যাবে। হাসি-মজায় ভরপুর এই শোয়ে দেখা যাবে ভিকি কৌশল, সারা আলি খান, সঞ্জয় দত্ত, শাহিদ কাপুরের মতো বি টাউনের বহু নামী তারকাদের।