বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা দম্পতিদের অন্যতম হল অভিষেক বচ্চন (Abhishek Bacchan) ও ঐশ্বর্য রাই (Aishwarya Rai) এর জুটি। একই ছবিতে কাজ করার সময় প্রেমে পড়েন এই দুই বলিউড সেলেব্রিটি। এরপর প্রেমে পরে সিদ্ধান্ত নেন প্রপোজ করার, কিন্তু ঐশ্বর্য রাইকে এই কথা বলতে পারছিলেন না। অনেক ব্যর্থ চেষ্টার পর শেষমেশ নিউ ইয়র্কে ‘গুরু’ ছবির শুটিং চলাকালীন প্রপোজ করেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইকে।
বলিউডের অভিনেত্রী ঐশ্বর্য রায় বর্তমানে ৪৭ বছরের, তবে তাকে দেখে সেটা বোঝার উপায় নেই। কারণ ঠিক সেই আগে মত অর্থাৎ কিশোরী বয়সের মতোই সুন্দরী রয়েগিয়েছেন অভিনেত্রী। ঠিক যেন সময়টাকে থমকে দিয়েছেন নিজের সৌন্দর্যের ক্ষেত্রে। ঐশ্বর্য রাইকে বিয়ের করার পূর্বে অভিষেক বচ্চন ২০০৭ সালে একটি কান্ড ঘটিয়েছিলেন। ‘গুরু’ ছবির শুটিং এর সময় অভিষেক ঠিক করেই নিয়েছিলেন যে ঐশ্বর্যকেই জীবনসাথী বানাবেন।
যেহেতু জীবনসঙ্গী বানাবেন বলে ঠিক করেই ফেলেছিলেন আর তাঁরা দুজনেই ছিলেন হলিউডের দেশ নিউ ইয়র্কে। তাই অভিষেক ভেবেছিলেন প্রপোজ যদি করতেই হয় তাহলে নিউ ইয়র্কে হলিউড স্টাইলেই প্রপোজ করবেন। কিন্তু মুশকিল হল সেখানেই, হলিউড স্টাইলে প্রোপোজ করতে গেলে চাই আংটি। কিন্তু যেহেতু অভিষেক প্রপোজের বিষয়ে একেবারে সিওর ছিলেন না তাই আইনগত কেনা হয়নি। এদিকে ঐশ্বর্যকে হলিউড স্টাইলে প্রপোজ করার জন্য মন ছটফট করছে! প্রতিবেদন থেকে জানা যায়, অভিষেক নাকি তখন শুটিংয়ের প্রপসে থাকা একটি আংটি দিয়েই প্রোপোজ করেছিলেন।
এরপরই এক আজব সিদ্ধান্ত নেন অভিষেক বচ্চন। শুটিংয়ের জিনিসপত্রের মধ্যে থাকা এক আংটি দিয়েই প্রপোজ করবেন ঠিক করেন। তবে মজার বিষয় হল আংটি আসল নয় নকল। যদিও আসল নকল নিয়ে সেই সময় অতটা মাথা ঘামাননি অভিষেক। নকল আংটি দিয়েই প্রপোজ করেছিলেন ঐশ্বর্য রাইকে। আর অভিষেকের এই ঝটপট ব্যবস্থা করে প্রপোজ বেশ পছন্দ হয়েছিল রাই সুন্দরীর। আর প্রপোজ পেতেই হ্যাঁ বলেছিলেন বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই।
এরপর সেই বছরই বিবাহ বন্ধনে আবদ্ধ হল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। বিয়েতে অবশ্য ঐশ্বর্যকে আসল আংটিই পরিয়েছিলেন অভিষেক। এরপর কেটে গিয়েছে ১৪ বছর। এখনো দুজনের সম্পর্ক একেবারে অটুট রয়েছে।