• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিলোত্তমা কলকাতায় হাজির বিগবি পুত্র! ‘বব বিশ্বাস’র শ্যুটিং-এ এসে নজর কাড়লেন অভিষেক বচ্চন

Published on:

এবার তিলোত্তমা কলকাতায় হাজির খোদ অমিতাভ পুএ অভিষেক বচ্চন। তার পরবর্তী ছবি সুজয় ঘোষের কন্যা দিব্যা অন্নপূর্না ঘোষ পরিচালিত ‘বব বিশ্বাস২’ ছবির শ্যুটিংয়ে এবার শহরের আনাচে কানাচে ঘুরবেন বচ্চন পুত্র। ছবিতে অভিষেকের বিপরীতে অর্থাৎ বব বিশ্বাসের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকে।

এদিকে পরিচালক সুজয় ঘোষের পাশাপাশি এই সিনেমায় প্রযোজনা করছেন গৌরী খান। রয়েছেন প্রযোজক গৌরব ভর্মাও।সুজয় ঘোষের সুপারহিট ছবি ‘কাহানি’র অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল বব বিশ্বাস। তাকে নিয়েই গল্প।

বব বিশ্বাসের শ্যুটিং শুরু হয়েছিল চলতি বছরের জানুয়ারিতেই। তখনই কলকাতায় হাজির হয়েছিলেন অভিষেক। সেই সময় টানা ৪০ দিন কলকাতায় ছিলেন অভিনেতা। এরপর করোনা পরিস্থিতির জন্য থমকে যায় ছবির শ্যুটিং।

ফের দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হল ২৫ নভেম্বর থেকে। জানা যাচ্ছে, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে ছবির শ্যুটিং। ময়দান, পঞ্চসায়র, পাটুলি ও বেনিয়াপুকুর সহ কলকাতার এই চারটি লোকেশনে চলবে শ্যুটিংয়ের কাজ।

বব বিশ্বাস-এ অভিষেক বচ্চনের লুক ইতিমধ্যেই দর্শকদের নজর কাড়তে শুরু করেছেন। এদিকে সম্প্রতিই মুক্তি পেয়েছে তার নুতন ছবি লুডো, এবং মুক্তি পাওয়ার অপেক্ষায় the big Bull। এবার শুধু দেখার অপেক্ষা শাশ্বত চট্টোপাধ্যায়ের জায়গায় জুনিয়র বচ্চন দশক দের মন কতটা জয় করতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥