• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘শ্রীতমা’র জন্মদিন! প্রেমিকাকে আদরে ভরিয়ে দিলেন গঙ্গারাম, ভাইরাল হল ছবি

‘নেতাজি’ মেগা শেষ হওয়ার পর ‘গঙ্গারাম’ চরিত্র নিয়ে একদম নতুন ভাবে দর্শকদের সামনে এসেছিলেন অভিনেতা অভিষেক বসু (Abhisekh Basu)। অন্যদিকে, বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ দিয়া মুখোপাধ‍্যায় (diya mukherjee)। ২০১২ তে ‘সতী’ সিরিয়াল দিয়ে অভিষেক করে এতদিনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এই মুহূর্তে ‘মিঠাই’ সিরিয়ালের শ্রীতমা চরিত্রে অভিনয় করছেন দিয়া।

এই তারকাজুটি খুব অল্প সময়েই নিজেদের অভিনয়ের দক্ষতায় সকলের মন জিতে নিয়েছে। গত ১৭ ই মে ছিল, দিয়ার জন্মদিন। আর এই বিশেষ দিনে প্রেমিকা দিয়াকে আদরে ভরিয়ে দিলেন পর্দার ‘গঙ্গারাম’। লকডাউনে সব বন্ধ তাই ভার্চুয়ালিই একটি মিষ্টি ছবি শেয়ার করে প্রেমিকাকে শুভেচ্ছা জানালেন অভিষেক।

   

গঙ্গারাম,মিঠাই,শ্রীতমা,অভিষেক বসু,দিয়া মুখার্জি,Gangaram,Sreetama,mithai,abhisekh basu,netaji,Tollywood

জন্মদিনে প্রেমিকার সঙ্গে একটি ঘনিষ্ঠ মুহুর্তের ছবি শেয়ার করেছেন তিনি, ছবিতে দেখা যাচ্ছে তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন দিয়া। তাঁর পরনে গোলাপি টপ, খোলা চুল, মুখে মিষ্টি হাসি। অভিষেক পরেছেন সাদা প্রিন্টেড শার্ট। শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘এই দিন যেন তোমার হাসির মতোই উজ্জ্বল হয় এবং তোমার মতোই সুন্দর হয়। শুভ জন্মদিন।’ সঙ্গে গোলাপ, কেক, বেলুন সহ একগুচ্ছ ইমোজি।

গঙ্গারাম,মিঠাই,শ্রীতমা,অভিষেক বসু,দিয়া মুখার্জি,Gangaram,Sreetama,mithai,abhisekh basu,netaji,Tollywood

প্রসঙ্গত, অভিনয়ের সূত্রে আলাপ দিয়া-অভিষেকের। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘সীমারেখা’তে অভিনয় করতে গিয়ে দুজনের পরিচয়। বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। ‘নেতাজী’ ধারাবাহিকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

site