• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হ্যাশ আছে নাকি! উত্তরে ড্রাগ-ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন অভিষেক বচ্চন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কার্যত থমথমে বলিপাড়া। বিটাউনের দীর্ঘদিনের গৌরবের ঐতিহ্যে একেরপর লেগেই চলেছে দাগ। বলিউডের মাদক যোগে ইতিমধ্যেই উঠে এসেছে ২৫ জন তাবড় বলি তারকার নাম৷ আর এরপর থেকেই বলি তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতেও উঠেছে হাসির রোল। তারকাদের নিয়ে চলছে মিম যুদ্ধ, ট্রোল ঝড়।

এবার টুইটারে অভিষেক বচ্চনকে এক মহিলা ট্রোল বান ছুঁড়তে গিয়ে পড়লেন বিপাকে। তিনি বচ্চনকে জিজ্ঞেস করেছিলেন, “আপনার কাছে হ্যাশ আছে!” জবাবে অভিনেতা তাকে একহাত নিয়ে জানান, “না নেই, তবে মুম্বাই পুলিশ হ্যাশের সন্ধান পেলে, নিশ্চই আমায় পথ দেখাবেন”। জুনিয়র বচ্চনের এই উত্তরের পর আর মুখ খোলার সাহস পাননি ওই মহিলা।

এর আগেও ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছেন অবিষেক। সম্প্রতি কেন্দ্রের সিনেমা হল খোলার সিদ্ধান্তে খুশি হয়ে পোস্ট করেন অভিষেক। সেখানেও এক নেটিজেন তাকে ব্যাঙ্গাত্মক ভাষায় ট্রোল করে বলে যান, ‘‘হল খুললেও আপনি জবলেস!’’ সে ট্রোলও সুন্দর মার্জিত ভঙ্গিমায় সামলেছেন অভিনেতা, ‘‘হায়! তা আপনার হাতে। আপনারা আমাদের কাজ পছন্দ না করলে আমরা কাজ পাব না। তাই সেরাটা দেওয়ার চেষ্টা করি।’’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥