• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐশ্বর্যকে ডিভোর্স দিতে চলেছি! দাম্পত্য নিয়ে নীরবতা ভাঙলেন অভিষেক বচ্চন, জানুন বিশদে

Published on:

Aishwarya Rai Bachchan Abhisekh Bachchan

বলিউড করিডোরে এমন অনেক সেলিব্রিটি রয়েছেন, যাদের সম্পর্ক গুজবের কারণে কেবল নষ্ট হয় না, অনেকসময় পরিস্থিতি হাতের বাইরেও চলে যায়। ঐশ্ব্ররয রাই বচ্চন (Aishwarya rai Bachchan) এবং অভিষেক বচ্চনও (Abhisekh Bachchan) এমন এক দম্পতি যারা একসময় এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন।

Aishwarya Rai Bachchan Abhisekh Bachchan

আসলে, এটি ২০১৬ সালের ঘটনা যখন ঐশ্বর্য তার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘সরবজিৎ’র প্রচারে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে পৌঁছেছিলেন। এই ইভেন্টে, সাংবাদিকরা ঐশ্বর্য-অভিষেককে একসাথে পোজ দেওয়ার জন্য জিজ্ঞাসা করলে, অভিনেতা ক্ষুব্ধ হয়ে উত্তর দিয়েছিলেন, ‘আমাদের একটিই ছবি তুলুন।’

Aishwarya Rai Bachchan Abhisekh Bachchan

অভিষেকের এই ব্যবহারেই শুরু হয় তুমুল জলঘোলা। গুঞ্জন ওঠে ঐশ্বর্য এর সাথে বিবাহ বিচ্ছেদের কথা ভাবছেন। এরপর অভিষেকের একটি টুইটার পোস্ট এই গুঞ্জনে ঘৃতাহুতির কাজ করে, যেখানে অভিনেতা বেশ শ্লেষের সুরেই লিখেছিলেন, “আচ্ছা আমি ডিভোর্স দিচ্ছি এটা আমায় জানানোর জন্য ধন্যবাদ, আপনারা কি এটাও বলে দিতে পারবেন আমি ফের কবে বিয়ে করব?”

Aishwarya Rai Bachchan Abhisekh Bachchan

আসলে তারকা জুটির ব্যক্তিগত জীবনে মিডিয়ার এই হস্তক্ষেপ এবং তুমুল চর্চার বিরুদ্ধেই ফুঁসে ওঠেন অভিনেতা। পরবর্তীতে তিনি জানান, ঐশ্বর্য জানেন আমি তাকে কতটা ভালোবাসি আর সে আমাকে কতটা ভালোবাসে। বচ্চন পুত্র ক্ষোভ উগড়ে দিয়ে জানান, কখনো ভেবে দেখেছেন কারোর সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ঠিক কতটা সমস্যা হয়ে উঠতে পারে?

Aishwarya Rai Bachchan Abhisekh Bachchan

শুধু তারকারাই নয় তৃতীয় কারোর নাক গলানোতে ঘেটে যেতে পারে অনেক সম্পর্কই সেইক্ষেত্রে উচিৎ, অন্যকারোর উপস্থিতি ছাড়া দুজন দুজনের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥