• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নমস্কার, এক মিনিট! আসছে ঠান্ডা মাথার খুনি বব বিশ্বাস, ট্রেলারেই ফেললেন সাড়া ফেললেন অভিষেক বচ্চন

সিনেমা প্রেমীদের এই চরিত্রের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। “নমস্কার, এক মিনিট ” বব বিশ্বাসের (Bob Biswas) মুখের এই সংলাপও সকলেরই চেনা। তবে আগে সুজয় ঘোষের (sujoy ghosh) ‘কাহানি’ (Kahani) ছবিতে এই সংলাপ শুনেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে। কিন্তু এবার বব বিশ্বাস অভিষেক বচ্চন (Abhisekh Bachchan)। বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার দেখেই হাড় হিম হয়ে যাচ্ছে দর্শকদের।

ঠান্ডা মাথার খুনি যে ঠিক কতটা মারাত্মক হতে পারে তারই আঁচ মেলে বব বিশ্বাসের আগুনে হাত দিলেই। গতকাল মোশান পোস্টার শেয়ার করে শুক্রবার অবধি ট্রেলারের জন্য অপেক্ষা করতে বলেছিলেন অভিষেক। তবে এবার অপেক্ষা যেন সার্থক হল, কথা মতোই শুক্রবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার৷

   

bob biswas

কাহিনি ছবির ঠান্ডা মাথার সিরিয়াল কিলার বব বিশ্বাসের কাহিনিকেই ছবির গল্পে ফিরিয়ে এনেছেন সুজয় ঘোষের মেয়ে পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষ। ছবিতে অভিষেকের স্ত্রীয়ের চরিত্রে চিত্রাঙ্গদা সিং ছাড়াও বলিউডের রনিত অরোরার দেখা মিলেছে।

bob biswas,saswata mukherjee,abhisekh bachchan,trailer,অভিষেক বচ্চন,শাশ্বত মুখার্জী,বব বিশ্বাস,ট্রেলার

কলকাতাতে ছবির শ্যুটিং সেরে গিয়েছেন জুনিয়র বচ্চন। আর এই ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়,রজতাভ দত্ত,বরুণ চন্দ,দীতিপ্রিয়া রায়ের মতো টলিপাড়ার কলাকুশলীরা। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে ছিল ছবির মুক্তি। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ‘তোমার নাম বব বিশ্বাস….’ এরপর ২ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারের পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চে ভরপুর। বব বিশ্বাসের প্রযোজনায় রেড চিলিস এন্টারটেনমেন্ট। ছবির একটি গান গেয়েছেন অনুপম রায়। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।