• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের মাসপূর্তিতে স্ত্রী মানালিকে শাঁখ বাজিয়ে বধূবরণ করে ঘরে তুললেন অভিমন্যু! ভাইরাল ভিডিও

Published on:

শুভ পঞ্চমীর দিন স্ত্রী মানালিকে শাঁখ বাজিয়ে বধূবরণ করে ঘরে তুললেন পরিচালক অভিমন্যু। গত একমাস আগেই অভিমন্যুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন টলিপাড়ার ‘মৌরী’ মানালি দে। গত ২২ শে সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন মানালি। করোনা আবহে চাকচিক্যহীন, ছিমছাম ভাবেই একদম ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিঁদুর দান, মালাবদল সম্পন্ন হয় এই দম্পতির।

হিসেব মত ২২ শে অক্টোবর তাদের বিয়ের একমাস পূর্ণ হল, আর এই উপলক্ষ্যেই বর অভিমন্যু শাঁখ বাজিয়ে অভিনেত্রীকে ঘরে তোলেন। মানালি এই ভিডিও শেয়ার করতেই নেট পাড়ায় তা নিমেষে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিমন্যু একটি সাদা পাঞ্জাবি পরে শাঁখ বাজিয়ে নববধূর বরণ সারছেন। পাশে রয়েছেন অভিমন্যুর মা। যদিও ভিডিওতে মানালির গলা শোনা গেলেও তার দেখা মেলেনি। কেউ তাকে জিজ্ঞেস করছে “কে শাঁখ বাজাচ্ছে”, মানালি উত্তর দিচ্ছেন ” বর”।

https://www.instagram.com/p/CGmLYXtn_1J/?utm_source=ig_web_copy_link

আসলে ভিডিওটা ভালো করে দেখলে বোঝা যাবে, অভিমন্যুর মা শাঁখ বাজাতে পারেন না তাই বউকে বরণের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন স্বয়ং স্বামীই। চলতি বছরের ১৫ আগস্ট আইনি মতে বিয়ে সারেন মানালি-অভিমন্যু। সেদিনের অনুষ্ঠানে অভিমন্যুর মা উপস্থিত ছিলেন না। তাই মা ফিরতেই ঘরোয়া ভাবেই সাঁত পাকে বাঁধা পড়েন মানালি অভিমন্যু।

https://www.instagram.com/p/CFbdpq8H5on/?igshid=pvigs7mybfpm

মানালি বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ।টলিউডে তার অভিষেক ‘বউ কথা কও’-মেগা ধারাবাহিকের হাত ধরে। আজও তিনি ‘মৌরী’ নামে পরিচিত। এরপর ‘ভুলে যেও না প্লিজ’, ‘নকশি কাঁথা’-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন মানালি।
এছাড়াও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘গোত্র’ সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গেছে মানালিকে, রাজ চক্রবর্তীর প্রোডাকশন নিমকি-ফুলকিতেও অভিনয় করেছেন মানালি।এদিকে অভিমন্যু টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত এবং নামী স্ক্রিনরাইটার। ‘প্রেম আমার’-এর মতো ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ তিনিই লিখেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥