‘গোলাপ নেতিয়ে গেছে তাই এনেছি গেঁদা’, অনির্বান ভট্টাচার্যর গলায় এই ডায়ালগ মনে আছে নিশ্চই? হ্যাঁ বিবাহ অভিযান ছবির কথাই বলছি। এবার বাংলা ছেড়ে বিলেতেও ফ্যাসাদে তিন পুরুষ, প্রকাশ্যে এল ‘আবার বিবাহ অভিযান’ (Abar Bibaho Obhijaan) ছবির ট্রেলার ভিডিও। সৌমিক হালদারের পরিচালনায় দর্শকদের জন্য নিখাদ কমেডি নিয়ে আগামী ২৫শে মে প্রেক্ষাগৃহে আসছেন অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ (Anirban Bhattacharya, Ankush Hazra, Rudranil Ghosh)।
প্রায় চার বছর আগে ২০১৯ এ অনুপম-রজত-গনশা তিন জনের কাহিনী ‘বিবাহ অভিযান’ মুক্তি পেয়েছিল। গল্পে তিনজনই ছিল তিন অবতার। একজনের বৌ ধর্মপরায়ণ তো আরেকজনের বৌ বিপ্লবী। তবে গনশার বৌ ছিল বীরপুরের মালতি, যার কাছে নিজেকে প্রমাণ করার জন্য ডাকাত সেজেছিল গনশা। তারপর যা হল সেটা দর্শকদের সকলেরই জানা।
এবার বাংলা বা তারাপীঠ নয় সোজা থাইল্যান্ডে পৌঁছে গেছে তিন জন্যেই। সদ্য প্রকাশিত ‘আবার বিবাহ অভিযান’ এর ট্রেলার ভিডিও দেখে বোঝা যাচ্ছে, গণশার বাবা তার জন্য ১০০ কোটি টাকা রেখে গেছেন। সেই লোভেই থাইল্যান্ডে পাড়ি, কিন্তু সমস্যাটা সেখানেই। বিলেতে গিয়ে আবারও বিয়ের ফাঁদে পড়েছে রজত-অনুপম-গনশা। তবে, চিন্তা নেই স্বামীদের উদ্ধার করতে বিলেতে হাজির মায়া-রাই-মালতি।
থাইল্যান্ডে পৌঁছে স্বামীদের উদ্ধার করতে গিয়ে ধুন্ধুমার কান্ড। সাথে দম ফাটা হাসি আর নিখাদ বিনোদন একেবারে ফ্রি। ট্রেলার দেখেই স্পষ্ট গতবারের মত এবারেও সুপারহিট হতে চলেছে ‘আবার বিবাহ অভিযান’। অবশ্য এবারের ছবিতে তিন নায়ক-নায়িকার পাশাপাশি বোনাস হিসাবে রয়েছে সৌরভ দাস।
‘আবার বিবাহ অভিযান’ ছবিতে থাকছেন সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, নুসরত ফারিয়া (Sohini Sarkar, Priyanka Sarkar, Nusrat Faria)। ছবির গানের সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। বিনোদন প্রেমী বাঙালির মন জিততে তৈরী এই ছবি রিলিজ করছে আগামী ২৫শে মে। জামাই ষষ্ঠীর দিনে একেবারে ডাবল ধামাকা করবে বাংলা ছবি।