• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও নতুন টুইস্ট! সহচরী জীবনে ‘রোহিত সেন ২’, শ্রীময়ীর নকল কটাক্ষ দর্শকদের

Published on:

Aay Tobe Sohochori,Sohochori New Twist,Bengali Serial,Rohit Sen Part 2,Sreemoyee copy,আয় তবে সহচরী,রোহিত সেন পার্ট ২,সহচরী

‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori), আর পাঁচটা সিরিয়ালের গতানুগতিক কাহিনী থেকে একেবারে আলাদা হিসাবেই শুরু হয়েছিল সিরিয়ালটি। দুটো অসমবয়সী নারী বরফি আর সহচরীর বন্ধুত্ব আর পড়াশোনার কাহিনী দেখানো হয়েছিল। তবে কিছুদিন যেতেই টিআরপি (TRP) কমে আসে, পাল্টে যায় সিরিয়ালের ট্র্যাক। সাংসারিক কূটকচালি থেকে পরকীয়া সম্পর্ক সবই ঢুকে যায় সিরিয়ালে। মাঝে কিছুদিন  ট্র্যাকে বদল এলেও আবারও নতুন টুইস্ট (new twist) আসতে চলেছে সিরিয়ালে।

মাঝে সহচরীর সংসারে প্রবেশ হয়েছিল দেবীনার। স্বামী সমরেশের সাথে তাঁর সম্পর্ক নিয়েই বেশ  চলছিল সিরিয়ালের কাহিনী। সোশ্যাল মিডিয়াতে সেই নিয়ে তুমুল কটাক্ষ হয়েছিল যে একসময় পড়াশোনা নিয়ে শুরু হয়ে সেই আর পাঁচটা গল্পের মত পরকীয়া, দুটো বউ এর গল্প হয়ে যাচ্ছে। তবে সেই ট্র্যাক থেকে কিছুদিন আগেই বেরিয়ে এসেছে সিরিয়ালটি।

Aay Tobe Sohochori,Sohochori New Twist,Bengali Serial,Rohit Sen Part 2,Sreemoyee copy,আয় তবে সহচরী,রোহিত সেন পার্ট ২,সহচরী

অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) এক সাংবাদিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে দর্শকেরা দেখতে চায় বলেই সিরিয়ালে পরকীয়া দেখানো হয়। না হলেই টিআরপি পরে যায়। তবে এরপর নিজের পরিচয় গড়ে তুলছে সহচরী। রেডিও জকি হিসাবে কাজ পেয়েছে সে। আর সিদ্ধান্ত নিয়েছে স্বামী সমরেশকে বিবাহ বিচ্ছেদ দেবে। এই সিদ্ধান্তে ছেলে ও বৌমা তথা সই বরফিকে পাশে পেয়েছে সহচরী। তবে এবার বড়সড় টুইস্ট আসতে চলেছে সিরিয়ালে।

সিরিয়ালের ট্র্যাকে সমরেশের জীবনে অন্য নারীর পর সহচরী জীবনে এন্ট্রি নিতে চলেছে অন্য এক পুরুষ। আর এতেই একপ্রকার কটাক্ষের মুখে পড়েছে সিরিয়ালটি। নেটিজেনদের অনেকেই কটাক্ষ করে বলছেন, সিরিয়াল যেদিকে এগোচ্ছে তাতে ‘শ্রীময়ী’ (Sreemoyee) হয়ে উঠছে।

ঠিক যেমনটা শ্রীময়ীর গল্পে হয়েছিল সারাটা জীবন পরিবারকে আগলেও সন্মান পেল না শ্রীময়ী। এরপর তাঁর জীবনে অহিত সেন এল, ঠিকই তেমনই নাকি হতে চলেছে আয় তবে সহচরী এর গল্প। কারণ সমরেশকে ডিভোর্স দিচ্ছে সহচরী। এদিকে তার রেডিও স্টেশনের ম্যাডাম বদলি হয়ে আসছে নতুন স্যার মিস্টার অভিষেক দত্ত চৌধুরী।

Aay Tobe Sohochori Rohit Sen Part 2

দর্শকদের মতে যেমন শ্রীময়ীর জীবনে রোহিত সেন এসেছিল, তেমনি সহচরী জীবনে আসছে এই অভিষেক। এমনকি নেটিজেনদের অনেকে নতুন এই চরিত্রকে ‘রোহিত সেন পার্ট ২’ (Rohit Sen Part 2) বলেও কটাক্ষ করেছেন। তবে নতুন এই চরিত্রে কাকে দেখা যাবে সেটা কিন্তু এখনও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥