বাঙালির প্রতিদিনের বিনোদনের তালিকায় সিরিয়াল (Bengali Serial) রয়েছেই। তবে সিরিয়াল নিয়ে চর্চা হলে অদ্ভুত সমস্ত বিয়ে হওয়ার দৃশ্য চর্চায় উঠে আসতে বাধ্য। কারণ সিরিয়ালে স্বাভাবিক বিয়ে রীতিমত ডুমুরের ফুল দেখতে পাওয়ার মত ঘটনা। কখনো উড়ন্ত সিঁদুর তো কখনো উড়ন্ত মালাবদল হয়ে বিয়ে হয়ে যায় নায়ক নায়িকাদের। এমন আজগুবি বিয়ে দেখানোর পরেই তা নিয়ে জোর কদমে চর্চা শুরু হয় দর্শকদের মধ্যে।
তবে সম্প্রতি আবারো সিরিয়ালের বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে নেটপাড়ায়। কারণ জনপ্রিয় সিরিয়াল ‘আয় তবে সহচরী’তে (Aay Tobe Sohochori) চলছে বিয়ের সিজেন। আর সেখানেই হটাৎ করে মালা বদলের সময় ধাক্কা লেগে বিয়ে হয়ে গেল অন্য কারোর সাথে। স্বাভাবিকভাবেই এমন বিয়ে দেখা মাটির কটাক্ষ করতে শুরু করেছে দর্শকেরা।
ইতিমধ্যেই সিরিয়ালের এমন অদ্ভুতুড়ে বিয়ের দৃশ্যের ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখে নেটিজেনদের মধ্যে একজন বলে উঠেছেন, ‘ক্রাশকে বিয়ে করার নিনজা টেকনিক!’ কারণ এমন ধাক্কা মেরে বিয়ের আইডিয়া এই প্রথম। কাউকে পছন্দ হয়ে গেলে বা কারোর উপর ক্রাশ খেয়ে গেলে বিয়ের সময় বরকে ধাক্কা মেরে মালাবদল করে নিন। আর হাতে সিঁদুর নিয়ে সিঁথিতে পরিয়ে দিলেই কেল্লাফতে।
আসলে আয় তবে সহচরী সিরিয়ালে খলনায়ক দেবিনা নিজেকে গর্ভবতী বলে দাবি করেছে। আর সহচরী বড় সমরেশকে বিয়ের ফন্দি এঁটেছে। দেবিনা ও সমরেশের এমন সম্পর্কের জেরে এরই ছেড়ে চলে গিয়েছে সই। কিন্তু সমরেশ নিজের স্ত্রী সহচরীকে হারাতে রাজি। নয়। তাই উকিলকে দিয়ে মিথ্যে বলিয়েছে যে ডিভোর্স হয়ে গেছে, আসলে কিন্তু সেটা হয়নি।
How to marry ur crush ???? pic.twitter.com/qlu4K9OuNV
— Rofl_Baba (@aflatoon391) May 18, 2022
তবে দেবিনাও ছেড়ে দেবার পাত্রী নয়, শেষ পর্যন্ত সমরেশের সাথে বিয়ের মণ্ডপে হাজির হয়েছে সে। কিন্তু সেখানেই ঘুরে গেল সম্পূর্ণ প্লট। সমরেশকে বাঁচাতে বুবাই নিজেকে ‘বলিদান’ করে। মালাবদলের সময় সমরেশকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দেবিনার দেওয়া মালা নিজের গলায় পরে নিয়ে এক থাবা সিঁদুর নিয়ে দেবিনার সিঁথিতে দিয়ে দিয়েছে বুবাই।
প্রসঙ্গত, পড়াশোনার কাহিনী নিয়ে শুরু হলেও সিরিয়ালের সেই পরকীয়া ট্র্যাক ঢুকে যাওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছিল দর্শকেরা। তবে এরপর আবারও পুরোনো ট্রাকে ফিরে ছিল সিরিয়ালের কাহিনী। সিরিয়ালের টিআরপি নিয়েও বেশ চিন্তায় চগিলেন প্রযোজকেরা। তবে এই অদ্ভুত বিয়ের জেরে আদতে টিআরপি যে বাড়তে চলেছে সেটা বোঝাই যাচ্ছে।