• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান! সাময়িক বিরতি শেষে আবারও পর্দায় ফিরলেন ‘আয় তবে সহচরী’ অভিনেত্রী

সিরিয়াল (Bengali Serial) মানেই সেটি দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। রোজ সন্ধ্যে হলেই চা-চপ-মুড়ি খেতে খেতে টেলিভিশনের সামনে বসে পড়েন দর্শকরা। একের পর এক ধারাবাহিক দেখতে থাকেন। বাংলা টেলিভিশনের এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori)। ভিন্ন স্বাদের এই ধারাবাহিকটি শুরু থেকে দর্শকদের খুব পছন্দের ছিল।

অসমবয়সী দুই বন্ধু সহচরী এবং বরফিকে নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। প্রথমে বন্ধু হলেও পরে অবশ্য শাশুড়ি এবং বৌমার সম্পর্কও গড়ে উঠেছিল দু’জনের মনে। শাশুড়ি-বৌমার চেনা কূটকচালি নয়, বরং বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক দেখানো হতো ‘আয় তবে সহচরী’তে। তবে এই ধারাবাহিকটি শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল।

   

Sohochori Barfi, Aay Tobe Sohochori

টিআরপির খেলা এবং একাধিক নতুন ধারাবাহিকের ভিড়ে শেষ হয়ে যায় ‘আয় তবে সহচরী’। যদিও দর্শকরা এখনও সিরিয়ালটিকে বেশ মিস করেন। এবার এই ধারাবাহিকের অনুরাগীদের জন্যই এল একটি সুখবর। কারণ দীর্ঘদিন পর কামব্যাক করছেন এই ধারাবাহিকের এক জনপ্রিয় অভিনেত্রী।

‘আয় তবে সহচরী’তে নায়িকা সহচরী, বরফি এবং টিপুর পাশাপাশি নজর কেড়েছিল আর একজন শিল্পীও। তিনি হলেন বরফির কাকার মেয়ে ঝুমকি (Jhumki)। এই চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী অলকানন্দা গুহ রায় (Alokananda Guha Roy)। যদিও মাঝপথেই ধারাবাহিকটি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এরপর সাত পাকও ঘুরে ফেলেন অভিনেত্রী।

Alokananda Guha Roy

বিয়ের পর স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছিলেন পর্দার ঝুমকি। সেই কারণে অভিনয় জগৎ থেকে বেশ কিছুটা সময়ের জন্য বিরতি নিয়েছিলেন অলকানন্দা। যদিও এবার সেই বিরতি শেষ হল। কারণ দীর্ঘ সময় পর্দা থেকে দূরে থাকার পর কামব্যাক করলেন অলকানন্দা।

স্টার জলসারই একটি জনপ্রিয় সিরিয়ালে দেখা যাচ্ছে ‘আয় তবে সহচরী’র ঝুমকিকে। জনপ্রিয় ধারাবাহিক ‘নবাব নন্দিনী’তে অভিনয় করছেন অলকানন্দা। ধারাবাহিকের গতকালের পর্বেই দেখা গিয়েছে তাঁকে। এখানে অভিনেত্রীর চরিত্রের নাম ‘বুনো’। সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিমুখের একটি ছবি শেয়ার করে অলকানন্দা লিখেছেন, ‘কেমন লাগল বুনোকে?’ প্রিয় ভভিনেত্রীকে দীর্ঘদিন পর পর্দায় ফিরতে দেখে স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি হয়েছেন অনুরাগীরা।