• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আশিকী’ ছবির নায়িকাকে মনে আছে? স্মৃতিশক্তি হারিয়ে এখন এভাবে জীবন কাটাচ্ছেন অনু, রইল ছবি

Published on:

Aashiqui girl Anu Aggarwal looks unrecognisable now, see pictures

বলিউডের এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁদের কেরিয়ারের শুরুটা একেবারে ব্লকবাস্টার কায়দায় হয়েছিল। কিন্তু পরে তাঁরাই কাজ না পেয়ে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন। এমনই একজন অভিনেত্রী হলেন ‘আশিকী’ (Aashiqui) ছবির নায়িকা অনু আগরওয়াল (Anu Aggarwal)।

১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘আশিকী’র মাধ্যমে রাতারাতি সুপারস্টারের তকমা আদায় করে নিয়েছিলেন অনু। বিশেষজ্ঞেরা প্রায় সকলে একবাক্যে বলেছিলেন, এই অভিনেত্রী বলিউডে একদিন রাজত্ব করবে। যেমন সুন্দরী দেখতে, তেমনই অভিনয়, সব মিলিয়ে অনুর কাজে মুগ্ধ ছিলেন প্রায় সকলেই।

Aashiqui movie

‘আশিকী’ মুক্তি পাওয়ার পর অনুর নাম সেই সময়কার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের নামের তালিকাতেও শামিল হয়ে গিয়েছিল। কিন্তু অভিনেত্রীর কপালে অন্য কিছুই লেখা ছিল। এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণে রাতারাতি বদলে গিয়েছিল নায়িকার জীবন। সাফল্যের শীর্ষ থেকে একেবারে ধুলোয় মিশে গিয়েছিল অনুর কেরিয়ার।

ইন্ডাস্ট্রির ‘আশিকী গার্ল’ হিসেবে খ্যাত অনুর জীবন বদলে দেওয়া সেই দুর্ঘটনা ঘটেছিল ১৯৯৯ সালে। সেই বছর অনুর গাড়ি এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। যার জেরে টাকা ২৯ দিন কোমায় ছিলেন অভিনেত্রী। মৃত্যুর দোরগোড়া অবধি পৌঁছে গিয়েছিলেন ‘আশিকী’ নায়িকা। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে হওয়া সেই লড়াই জিতে বাজিমাত করেন অনু। কিন্তু প্রাণ ফিরে পেলেও, অভিনেত্রীর সম্পূর্ণ জীবন বদলে গিয়েছিল।

Anu Aggarwal in Aashiqui

শোনা যায়, সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পর অনু যখন সুস্থ হয়ে বলিউডে ফিরতে চেয়েছিলেন, সেই সময় নাকি কেউ তাঁকে কাজ দিতে চাননি। এমনকি অনেকে তাঁকে ‘চেনেন না’ বলেও জানিয়ে দিয়েছিলেন। বলিউডের অন্দরের গুঞ্জন, আসলে অভিনেত্রী নাকি প্রাণ ফিরে পেলেও, নিজের সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন।

Anu Aggarwal

‘আশিকী গার্ল’ অনুর এখনকার জীবনের কথা বলা হলে, বলিউড থেকে দূরে একাকী গুমনামী জীবন কাটাচ্ছেন তিনি। তাঁর এখনকার ছবি দেখলে চেনাও যায় না। একসময় যে গ্ল্যামারাস অনু বলিউড কাঁপিয়েছেন, দর্শকদের মনে রাজ করেছেন, আজ তাঁর এই অবস্থা দেখে আক্ষেপ করেন অনেক অনুরাগীই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥