• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টুকে টুকেই চলছে! শুধু লাল সিং চড্ডা নয় এর আগেও ১০টি সিনেমা হলিউড থেকে কপি করেছেন আমির

বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan) এবং কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan) অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা -(Laal Singh Chaddha) এর ট্রেলার অবশেষে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই চর্চায় আমিরের এই ছবি। একসময় বছরে আমিরের একটি ছবি বেরোলেই হলে দর্শক ধরে রাখা যেত না। ৯০ এর দশকে বহু তরুণীর মনে ঝড় তুলেছেন তিনি। তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ‘কেয়ামত সে কেয়ামত তক’ থেকে ‘দঙ্গল’, ‘লাগান’ সবেতেই তার অভিনয় আজও চোখে লেগে আছে। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষারত ফের বড় পর্দায় দেখবেন বলে৷

‘লাল সিং চড্ডা’ ছবি দিয়েই বলিউডে বহু বছর পরে কামব্যাক করছেন আমির। মনে করা হচ্ছিল সাউথের ছবির এমন বাড়বাড়ন্তের দিনে আমিরের এই ছবি খানিক অক্সিজেন জোগাচ্ছিল দর্শকদের মনে। কিন্তু ট্রেলার প্রকাশ পেতেই সেই আশায় খানিক জল ঢেলে দিয়েছেন আমির নিজেই।

   

aamir khan,aamir khan film hollywood copy,aamir khan films,laal singh chaddha,forest gump,bollywood,hollywood,aamir khans film copied from hollywood,baazi,mann,ghajini

ট্রেলার প্রকাশ পেতেই দর্শকদের মধ্যে থেকে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। এত বছর পর পর্দায় ফিরেও দর্শকদের চমক দিতে ব্যর্থ আমির৷ তার এই বহু প্রতীক্ষিত ছবি হলিউডের সাড়া জাগানো সিনেমা টম হ্যাঙ্কস অভিনীত ফরেস্ট গাম্পের অনুকরণ। আজ এই প্রতি বেদনে আমরা জানাব আমিরের আরও ১২ টি ছবির কথা যা হলিউড থেকেই কপি করা।

এক ঝলকে রইল তারই তালিকা-

১. দিল হ্যায় কে মানতা নেহি Dil Hai Ke Manta Nahin (1991)

dil hain ki manta nehi

মহেশ ভাট পরিচালিত, আমির খান এবং পূজা ভাট অভিনীত দিল হ্যায় কে মানতা নেহি ছবিটি 1934 সালের হলিউড ছবি ইট হ্যাপেন্ড ওয়ান নাইট এর আনুষ্ঠানিক রিমেক।

২. জো জিতা ওহি সিকান্দার Jo Jeeta Wohi Sikandar (1992)

jo jita wohi sikandar

আমির খানের কেরিয়ার জীবনে সর্বকালের সেরা ছবি জো জিতা ওহি সিকান্দার ১৯৭৯ সালের হলিউড চলচ্চিত্র ব্রেকিং অ্যাওয়ের অনুকরণ। ছবিটি পরিচালনা করেছিলেন, মনসুর খান ।

৩. বাজি Baazi (1995)

baazi

পরিচালক আশুতোষ গোয়ারিকরের ছবি বাজী আমির খানের কেরিয়ারের জন্য একটি বড় মাইলস্টোন। এই ছবিটি ১৯৮৮ সালের কাল্ট হিট ডাই হার্ড থেকে এই ছবিটি অনুপ্রাণিত হয়েছিল।

৪. আকেলে হাম আকেলে তুম Akele Hum Akele Tum (1995)

akele hum akele tum

মনসুর খানের আকেলে হাম আকেলে তুম -এ মনীষা কৈরালার সাথে অভিনয় করেছিলেন আমির খান। ছবিটি হলিউডের ক্রেমার বনাম ক্রেমার ছবির নকল।

৫. গুলাম Ghulam (1998)

ghulam

বিক্রম ভাট পরিচালিত, বহুল আলোচিত ছবিটিতে অভিনয় করেছেন আমির খান, রানি মুখার্জি এবং শরৎ সাক্সেনা। ছবিটি ১৯৫৪ সালের মারলন ব্র্যান্ডো অভিনীত অন দ্য ওয়াটারফ্রন্টের একটি অনুলিপি ।

৬. মন Mann (1999)

aamir khan,aamir khan film hollywood copy,aamir khan films,laal singh chaddha,forest gump,bollywood,hollywood,aamir khans film copied from hollywood,baazi,mann,ghajini

আমির খান, মনীষা কৈরালা এবং অনিল কাপুর অভিনীত, মন পরিচালনা করেছিলেন ইন্দ্র কুমার। ছবিটি ১৯৫৭ সালের হলিউড ছবি অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার এর রিমেক।

৭. রং দে বাসন্তী Rang De Basanti (2006)

aamir khan,aamir khan film hollywood copy,aamir khan films,laal singh chaddha,forest gump,bollywood,hollywood,aamir khans film copied from hollywood,baazi,mann,ghajini

এই ছবি পুরোপুরি অনুকরণ নয় কিন্তু ছবির গল্প এবং প্লট ধার করা হয়েছে জিসাস অফ মন্ট্রিল ফিল্ম থেকে।

৮. গজনি Ghajini (2008)

aamir khan,aamir khan film hollywood copy,aamir khan films,laal singh chaddha,forest gump,bollywood,hollywood,aamir khans film copied from hollywood,baazi,mann,ghajini

আমির খান, অসিন, জিয়া খান এবং প্রদীপ রাওয়াত অভিনীত, গজনি ছিল একই নামের একটি তামিল চলচ্চিত্রের রিমেক যা ক্রিস্টোফার নোলানের ব্রেকআউট চলচ্চিত্র মেমেন্টো (2000) দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিল।

 

site