বলিউড (Bollywood) সুপারস্টার আমির খানের (Aamir Khan) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। কেরিয়ারের দিক থেকে হোক কিংবা ব্যক্তিগত জীবনের দিক থেকে আমির বেশ সমস্যাতেই রয়েছেন। কেরিয়ারের দিন থেকে বলা হলে যেমন, চলতি বছর বলি সুপারস্টারের ‘ড্রিম প্রোজেক্ট’ ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। প্রযোজক হিসেবেও আর্থিক ক্ষতি হয়েছে আমিরের।
তবে এবার কেরিয়ারের নয়, বরং ব্যক্তিগত দিক থেকে বড় ধাক্কার সম্মুখীন হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অভিনেতার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, তাঁর অবস্থা বেশ সংকটজনক।

একাধিক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দিওয়ালির সময় থেকেই অসুস্থ ছিলেন আমরের মা জিনাত হুসেন (Zeenat Hussain)। তবে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অনেকতা অবনতি হয়। ফলে সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি নামী হাসপাতালে ভর্তি করা হয়। উৎসবের মরসুমেই আমিরের পরিবারের ওপর এমন কষ্টের ছায়া নেমে আসায় বেশ দুঃখ পীয়েছেন অনুরাগীরাও।
বলিউড সুপারস্টারের মা এই মুহূর্তে মুম্বইয়ের নামী ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসকেরা জিনাতের চিকিৎসা করছেন। জানা গিয়েছে, অভিনেতার মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি পঞ্চগনির বাড়িতে ছিলেন, কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার পর তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। এই আমির এবং তাঁর পরিবার জিনাতের সঙ্গেই রয়েছেন।

বিভিন্ন নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দিওয়ালির অনুষ্ঠানের আগে প্রচণ্ড খুশি ছিলেন আমিরের মা। পঞ্চগনির বাড়িতে পরিবারের সঙ্গেই উৎসব উদযাপনও করছিলেন তিনি। কিন্তু আচমকাই বাঁধে বিপত্তি। জিনাত হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তাঁকে সঙ্গে সঙ্গে মুম্বই নিয়ে আসা হয়। এই মুহূর্তে সব কাজ ফেলে মায়ের দেখভাল করতেই ব্যস্ত বলি সুপারস্টার। শোনা গিয়েছে, মায়ের চিকিৎসার সব কিছু তিনিই তদারকি করছেন।
মায়ের প্রতি আমিরের কার্যকলাপ দেখলেই বোঝা যায় তিনি নিজের মা’কে ঠিক কতখানি ভালোবাসেন। কয়েক মাস আগে মায়ের জন্মদিনও পালন করেছিলেন বলি সুপারস্টার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদও।














