গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan), করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। এই ছবির মাধ্যমেই দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু মুক্তির পরই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সেই সিনেমা।
মুক্তির আগেই আমির খানের এই সিনেমা বয়কটের ডাক তুলেছিলেন নেটিজেনদের একংশ। মুক্তির পরও দর্শকরা সেই সিনেমা থেকে মুখ ফিরিয়েই রেখেছেন। ছবিটির বিরুদ্ধে উঠেছে ভারতীয় সেনার অপমান এবং হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ।
এবার ভারতীয় দর্শকদের বয়কট করা সেই সিনেমাই দেখার দাবি তুলেছেন পাকিস্তানের (Pakistan) দর্শকরা। একদিকে যখন ভারতে ‘লাল সিং চাড্ডা’ বহিষ্কারের দাবি উঠছে, অপরদিকে তখনই এই ছবি রিলিজের দাবি তুলেছেন পাকিস্তানি দর্শকরা।
শোনা যাচ্ছে, আমির খানের ছবি নিয়ে সিনেপ্যাকস মিডিয়া গ্রুপ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে আবেদন করেছে। সেখান থেকে এনওসি পেয়ে গেলেই পাকিস্তানে মুক্তি পাবে আমিরের ছবি। আর যদি এমনটা হয়, তাহলে দীর্ঘ ৩ বছর পর পাকিস্তানে মুক্তি পাবে কোনও ভারতীয় সিনেমা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সিনেপ্যাকস মিডিয়া গ্রুপের জেনারেল ম্যানেজার সাদ বেইগ বলেন, ‘লাল সিং চাড্ডা পাকিস্তানে রিলিক করার জন্য আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে এনওসির আবেদন করেছি। আমরা যদি এনওসি পেয়ে যাই, তাহলে মির খানের ছবি পাকিস্তানে রিলিজ করবে’। যদিও, পাকিস্তানের সেন্সর বোর্ড নিজেদের দাবিতে অনড়। কোনও ভারতীয় সিনেমা তারা সেদেশে রিলিজ হতে দেবে না বলেই জানা যাচ্ছে।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্কের অবনতি হতে শুরু করে। এই কারণে ভারতে পাকিস্তানে শিল্পীদের ব্যান করে দেওয়া হয়। এরপর বালাকোট এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানে ভারতীয় সিনেমা ব্যান করে দেওয়া হয়।