• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক বোতল মদ একবারে খেতাম, নিয়ন্ত্রণ থাকত না নিজের উপর! বয়স কালে আফসোস আমিরের

আমির খান,মদ,জন্মদিন,লাল সিং চড্ডা,বলিউড,Aamir Khan,alchohol,lal singh chadda,Bollywood

বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম আমির খান (Amir Khan)। বলিউডের পারফেকশনিস্ট নামেও পরিচিত তিনি। বছরে একাধিক ছবি করেন না তিনি তবে যে ছবি করেন সেটা মনে দাগ কাটার মত। যেমন ‘থ্রি ইডিয়টস’ ছবিটা রিলিজের পর প্রায় এক দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। তবে আজও ছবিটি গেঁথে রয়ে গিয়েছে দর্শকদের মনে। বেশ কয়েক বছর নতুন ছবিতে দেখা মেলেনা আমিরের।

মুক্তির অপেক্ষায় দিন গুনছে আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চড্ডা’। গত বছর শেষের দিক থেকেই নানান কারণে বিতর্কে জড়িয়েছে আমির খানের নাম। কেননা মাস কয়েক আগেই দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছেন আমির খান। এদিকে সম্প্রতি, ৫৭ বছরে পা দিলেন আমির।

আমির খান,মদ,জন্মদিন,লাল সিং চড্ডা,বলিউড,Aamir Khan,alchohol,lal singh chadda,Bollywood

এই উপলক্ষে একটি সাক্ষাৎকারেই তার জীবন সম্পর্কে মানুষের মনে তৈরি হওয়া নানান প্রশ্নের খুল্লামখুল্লা উত্তর দিয়েছেন আমির। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ, রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, তিন সন্তান, আজাদ, জুনেইদ এবং ইরাকে নিয়ে মন খুলে কথা বললেন তিনি। এই সাক্ষাৎকারেই নিজের একসময়ের বদভ্যাস নিয়েও মুখ খুলেছেন আমির।

আমির খান,মদ,জন্মদিন,লাল সিং চড্ডা,বলিউড,Aamir Khan,alchohol,lal singh chadda,Bollywood

আমির জানান, এমন একটা সময় ছিল যখন একটা মদের বোতল একবারেই গলায় ঢালতেন আমির। এমনকি নেশায় নিজের উপর কোনোও নিয়ন্ত্রণও থাকত না তার। বয়স বাড়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন শরীরের জন্য কতটা ক্ষতিকারক এই অভ্যাস। তিনি আরও রিয়ালাইজ করেন যে নেশায় বুঁদ হয়ে থাকলে মানুষ কি বলে বা করে তার কিছুই বোঝার উপায় থাকেনা।

এই প্রসঙ্গে আমির জানান, ‘‘অনেকেই আছে, যাঁরা রোজ দুই পেগ খেয়ে সন্তুষ্ট হয়ে যান। আমি সে রকম ছিলাম না। খাওয়া শুরু করলে থামতে পারতাম না। রোজ খেতাম না। মাঝে মধ্যে। তাতেই ওই অবস্থা হত।’’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥