• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুটো বিয়ের একটাও টেকেনি, প্রথম প্রেম আজও মনে পরে আমিরের! অবশেষে ফাঁস করলেন প্রেমিকার পরিচয়

Updated on:

Amir Khan says still sorry for losing first love on Lal Singh Chadda Promotion

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন হলেন আমির খান (Aamir Khan), ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত এই অভিনেতা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ভার্সেটাইল অভিনেতাও বটে। গত কয়েক দশক ধরে বলিউডকে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। সেই তালিকায় নাম রয়েছে ‘গজনী’ থেকে শুরু করে ‘থ্রি ইডিয়টস’এর মতো ছবির। তবে এবার দীর্ঘ তিন বছর বড় পর্দা থেকে দূরে থাকার পর ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chadda) নিয়ে আসছেন আমির।

আমির খান এবং করিনা কাপুর খান অভিনীত এই বহু চর্চিত ছবি আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আপাতত সেই ছবির প্রোমোশন সংক্রান্ত কাজ করছেন অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির গান ‘ফির না অ্যায়সি রাত আয়েগি’। এই গান নিয়ে কথা বলার সময়ই আমির তাঁর জীবনের প্রথম প্রেম নিয়ে মুখ খুললেন। কে ছিলেন তিনি? প্রথমবার জানালেন অভিনেতা।

Aamir Khan on his first love

আমিরের ফিল্মি কেরিয়ারের মতোই তাঁর ব্যক্তিগত জীবনও প্রচুর উত্থান-পতনের সম্মুখীন হয়েছে। অভিনেতা দু’বার বিয়ে করেছেন। কিন্তু দু’টি বিয়েই টেকেনি। প্রথমবার রিনা দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। জন্ম হয় ইরা খান এবং জুনেইদ খানের। তবে সেই বিয়ে ভেঙে যায়। এরপর কিরণ রাওয়ের সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পড়েন অভিনেতা। ছেলে আজাদ রাও খানের জন্মের পর সেই বিয়েও ভেঙে যায়। তবে অভিনেতার জীবনের প্রথম প্রেম কিন্তু তাঁর দুই স্ত্রীয়ের মধ্যে কেউ ছিলেন না।

সম্প্রতি আমির জানিয়েছেন, তাঁর প্রথম প্রেম অপূর্ণই থেকে গিয়েছিল। তাঁর ভালোবাসা তাঁকে শুধু নয়, এই দেশ ছেড়েই চলে গিয়েছিলেন। ‘লাল সিং চাড্ডা’র গান লঞ্চের অনুষ্ঠানের সময় আমির বলেন, ‘যখন আমি টেনিস খেলতাম এটা তখনকার ঘটনা। ও আমার সঙ্গে একই ক্লাবে খেলত। একদিন হঠাৎ করে আমি জানতে পারি ও ওঁর পরিবারের সঙ্গে দেশ ছেড়ে চলে গিয়েছে’।

Aamir Khan,Aamir Khan first love,Aamir Khan love life,bollywood,entertainment,আমির খান,আমির খানের প্রথম ভালোবাসা,বলিউড,বিনোদন,বলিউড গসিপ,bollywood gossip

এরপর অভিনেতা আরও জানান, ‘আমার মন ভেঙে গিয়েছিল। তবে সমস্যার বিষয়টা হল, ও জানতই না আমি ওকে ভালোবাসি। এসবের কারণে অবশ্য একটা জিনিস ভালো হয়েছিল, আমি ভালো টেনিস খেলোয়াড় হয়ে গিয়েছিলাম। কয়েক বছর বাদে, আমি রাজ্য স্তরের চ্যাম্পিয়ন হয়েছিলাম’।

প্রথম প্রেম নিয়ে মুখ খুললেও, সেই মেয়েটি কে ছিলেন তা কিন্তু আমির ফাঁস করেননি। তবে অনুরাগীদের বক্তব্য, তখন না জানলেও, সেই মেয়েটি যদি এখন আমিরের এই কথা শোনেন তাহলে কিন্তু ঠিক অভিনেতার অনুভূতির ব্যাপারে জেনে যাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥