• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেরা অভিনেতা থেকে ফ্লপস্টার, Laal Singh Chaddha ফ্লপ হওয়ায় মনের দুঃখে অভিনয় ছাড়লেন আমির খান!

বলিউড সুপারস্টারদের (Bollywood) কথা হবে আর সেখানে আমির খানের (Aamir Khan) নাম নেওয়া হবে না এমনটা সত্যিই হয় না। ‘মিস্টার পারফেকশনিস্ট’ গত প্রায় ৩৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট ছবি। নিজের অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এবার সেই আমিরই অভিনয় ছাড়ার কথা ঘোষণা করলেন!

‘মিস্টার পারফেকশনিস্ট’এর শেষ মুক্তি পাওয়া ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে। ছবি তৈরির টাকাটুকুও তুলতে পারেনি। শোনা গিয়েছিল, স্বপ্নের প্রোজেক্ট দর্শকরা বয়কট করায় প্রচণ্ড ধাক্কা পেয়েছেন আমির। অভিনেতা নাকি বেশ কয়েকদিন কারোর সঙ্গেও কথাও বলেননি। কিন্তু প্রত্যেকে ভেবেছিলেন, সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তেমনটা হল না।

   

Aamir Khan in a state of shock after the failure of Laal Singh Chaddha

‘লাল সিং চাড্ডা’র পর আমিরের ‘চ্যাম্পিয়নস’ নামের একটি ছবির কাজ শুরু করার কথা ছিল। কিন্তু সেই ছবির কাজ শুরুর আগেই অভিনয় থেকে বিরতির কথা ঘোষণা করলেন বলি সুপারস্টার। সম্প্রতি অভিনেতা তাঁর ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন। সেখানেই এই সংবাদটি ঘোষণা করেন তিনি।

আমির বলেন, ‘আমি যখন অভিনেতা হিসেবে একটি ছবি করি, তখন আমি এতটাই হারিয়ে যাই যেন আমার জীবনে আর কিছু ঘটছেই না। সেই কারণেই আমি বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘লাল সিং’এর পর আমার ‘চ্যাম্পিয়নস’ নামের একটি ছবি করার কথা ছিল। দারুণ চিত্রনাট্য, সুন্দর গল্প, খুবই সুন্দর একটি সিনেমা- কিন্তু তাও আমার মনে হচ্ছে একটু বিরতি নিই। আমি নিজের পরিবার, মা, সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই’।

Aamir Khan sad

৫৭ বছর বয়সী আমিরের কথায়, তিনি যখন কাজ করেন তখন তিনি নিজের সবটুকু সেখানেই দিয়ে দেন। গত ৩৫ বছর ধরে এমনটাই হচ্ছে। কিন্তু এটা তাঁর কাছের মানুষদের প্রতি অবিচার। সেই কারণে এবার এই বিরতিতে তিনি প্রিয়জনদের সঙ্গে চুটিয়ে সময় কাটাতে চান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, ‘আমি আগামী এক-দেড় বছরের দিকে তাকিয়ে রয়েছি। সেখানে আমি প্রথমবার অভিনেতা হিসেবে কাজ করব না’।

আগামী এক-দেড় বছরের জন্য অভিনয় থেকে সরে দাঁড়ালেও আমির কিন্তু প্রযোজক হিসেবে কাজ চালিয়ে যাবেন। ‘চ্যাম্পিয়নস’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। সেই কারণে তিনি এখন এই ছবির জন্য অন্যান্য অভিনেতাদের কাছে যাবেন। দেখবেন কোনও অভিনেতা তাঁর চরিত্রটি করতে চায় কিনা। প্রসঙ্গত, বলি সুপারস্টারকে এরপর কাজল অভিনীত ‘সালাম বেঙ্কি’ ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে।