• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটি টাকার খেলা নিয়ে আবারও হাজির KBC, বিশেষ পর্বে বিগ বির সাথে থাকবেন আমির খান, সুনীল ছেত্ৰী

টেলিভিশনের দুনিয়ার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মধ্যে একটি হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) এই শো দেখে নানান ধরণের বিষয়ে জানতে পারেন দর্শকরা। দর্শকদের মধ্যে এই শোয়ের জনপ্রিয়তাও বিপুল। আর সেই কারণে টিআরপিও একেবারে আকাশছোঁয়া। এই সুপারহিট শোয়েরই এবার নতুন সিজন আসতে চলেছে।

অপেক্ষাটা আর মাত্র কিছুক্ষণের। রবিবারই সম্প্রচারিত হবে কৌন বনেগা ক্রোড়পতির নতুন সিজনের প্রিমিয়ার (Kaun Banega Crorepati premiere)। আর এই নতুন সিজনেই একাধিক চমক নিয়ে আসছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বিগ বি’র শোয়ের প্রিমিয়ারে উপস্থিত থাকবেন দেশের একাধিক তারকা।

   

Amitabh Bachchan in KBC

আজ, অমিতাভ বচ্চন সঞ্চালিত এই শোয়ের মঞ্চে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উদযাপিত হবে আজাদি কে গর্ব কা মহাপর্ব। সেই কারণে উপস্থিত থাকবেন বেশ কয়েকজন নামী অতিথিও। শুধুমাত্র বিনোদন দুনিয়ারই নয়, বরং খেলার দুনিয়া এবং সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যকেও দেখা যাবে আজ কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে।

‘বিগ বি’র শোয়ে আজ যেমন বিনোদন দুনিয়ার নামী তারকা আমির খানকে দেখা যাবে। এছাড়াও উপস্থিত থাকবেন খেলার দুনিয়ার দুই নামী আইকন সুনীল ছেত্রী এবং মেরি কম। পাশাপাশি কার্গিল যুদ্ধের মেজর ডিপি সিং, সেনা পদক জয়ী কর্নেল মিতালি মধুমিতাকেও দেখা যাবে।

Aamir khan in kbc

অমিতাভের শোয়ে যেমন একদিকে বিনোদন এবং খেলার দুনিয়ার মেলবন্ধন হবে। তেমনই জানা যাবে নানান অজানা কাহিনীও। সুনীল ছেত্রী এবং মেরি কম যেমন তাঁদের খেলার দিনের নানান কাহিনী দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন। পাশাপাশি তাঁরা যথাক্রমে এই শো থেকে অর্জিত অর্থ আঞ্চলিক বক্সিং ফাউন্ডেশন এবং পথ কুকুরদের জন্য অনুদান করবেন।

Sunil Chhetri and Mary Kom in KBC

অপরদিকে আমিরকেও কিন্তু জেনারেল নলেজের নানান প্রশ্ন জিজ্ঞেস করবেন অমিতাভ। বলি সুপারস্টারের সঙ্গেই ‘বিগ বি’র নানান কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন মেজর ডিপি সিং এবং কর্নেল মিতালি মধুমিতাও সব মিলিয়ে একেবারে জমজমাট কৌন বনেগা ক্রোড়পতি।