• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতীয় দর্শকরা ছুঁড়ে ফেললেও বিদেশে সুপারহিট! ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও টপকে গেল ‘লাল সিং চাড্ডা’

Published on:

Laal Singh Chaddha,Laal Singh Chaddha box office collection,Aamir Khan,bollywood,entertainment,লাল সিং চাড্ডা,লাল সিং চাড্ডা বক্স অফিস কালেকশন,আমির খান,বলিউড,বিনোদন

দীর্ঘ চার বছর পর বড় পর্দায় কামব্যাক করেছেন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। তবে সুপারহিট হওয়ার আশা রাখলেও ছবি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। ছবি মুক্তির আগেই ছবি বয়কটের ডাক তুলেছিলেন নেটিজেনরা, রিলিজের পরেও তারই প্রতিচ্ছবি ফুটে ওঠে।

বিগ বাজেট এই সিনেমা মুক্তির ১৩ দিন পরেও টেনেটুনে মাত্র ৫৭.৮৪ কোটি টাকা ঘরে তুলতে পেরেছে। ১০০ কোটি টাকা তুলতে পারবে কিনা সন্দেহ আছে। ভারতে এক কথায় চরম ফ্লপ হয়েছে ‘লাল সিং চাড্ডা’। তবে ভারতীয় দর্শকরা মুখ ফিরিয়ে নিলেও বিদেশে সুপারহিট হয়েছে এই সিনেমা।

Laal Singh Chaddha

যে কোনও বিগ বাজেট ছবির ক্ষেত্রেই ভারতের বক্স অফিস কালেকশনের (Box office collection) সঙ্গেই আন্তর্জাতিক বক্স অফিস কালেকশনও বেশ গুরুত্বপূর্ণ। সাউথের একাধিক সিনেমা যেন সারা বিশ্বে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ‘ব্লকবাস্টার’ তকমা ছিনিয়ে নিয়েছে। সেই তালিকায় রয়েছে ‘কেজিএফ’, ‘আরআরআর’এর নাম। তবে বলিউডও কিন্তু পিছিয়ে নেই। তবে সাম্প্রতিক অতীতে অবশ্য কোনও হিন্দি সিনেমাই সাউথকে টেক্কা দিতে পারেনি।

কিন্তু ‘লাল সিং চাড্ডা’ই এক্ষেত্রে যেন অসাধ্য সাধন করে ফেলেছে। ভারতীয় দর্শকদের বয়কট করা এই সিনেমাই বিদেশে সুপারহিট হয়েছে। হ্যাঁ, ঠিকই দেখছেন। হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক বিদেশের বক্স অফিসে একেবারে ঝড় তুলে ফেলেছে।

Kareena Kapoor Khan in Laal Singh Chaddha

মুক্তির পর থেকে সারা বিশ্বে এখনও পর্যন্ত এক সপ্তাহে মোট ৭.৫ মিলিয়ন ডলার আয় করেছেন আমির খান, করিনা কাপুর খান, নাগা চৈতন্য অভিনীত এই সিনেমা। ভারতীয় মুদ্রায় অর্থটা হল ৫৯ কোটি টাকা। সেই সঙ্গেই পিছনে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’, ‘ভুলভুলাইয়া ২’এর মতো ছবিগুলিকে পিছনে ফেলে হয়ে উঠেছে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি হিট করা হিন্দি ছবি।

The Kashmir Files

আলিয়ার ‘গাঙ্গুবাঈ’ ৭.৮৭ মিলিয়ন, ‘ভুলভুলাইয়া ২’ ৫.৮৮ মিলিয়ন এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। তবে সেই সব ক’টি ছবি বক্স অফিসেও ঝড় তুলেছিল। ‘লাল সিং চাড্ডা’ ক্ষেত্রে বিষয়টি কিন্তু একেবারেই এমন নয়। তবে বলিউডের সব সিনেমাকে পিছনে ফেললেও সাউথের ব্লকবাস্টার সিনেমা ‘আরআরআর’কে পিছনে ফেলতে পারেনি আমিরের ছবি। রাম চরণ, জুনিয়র এনটিআরের সিনেমা ২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল।

আমির, করিনা অভিনীত এই ছবি মোট ১৮০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছিল। তবে এখনও পর্যন্ত এই সিনেমা ৬০ কোটি টাকাও ঘরে তুলতে পারেনি। শোনা যাচ্ছে, বড় পর্দায় ‘লাল সিং চাড্ডা’র এই পরিস্থিতি দেখার পর কোনও ওটিটি প্ল্যাটফর্ম এই ছবির ডিজিটাল রাইটসও কিনতে চাইছে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥