• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একদিন কুকুর বলেছিলেন! লাল সিং চাড্ডাকে ফ্লপ হওয়া থেকে বাঁচাতে সেই শাহরুখের বাড়িই ছুটলেন আমির

সাম্প্রতিক অতীতে একাধিক বলিউড (Bollywood) সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছেন। বলিপাড়ার বহু সুপারস্টারের ছবিও রয়েছে ফ্লপ ছবির সেই তালিকায়। এবার মুক্তির আগেই সুপারস্টার আমির খানের (Aamir Khan) ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) বয়কটের ডাক দিয়েছেন দর্শকরা। তাই এবার ফ্লপ হওয়া থেকে সিনেমা নিয়ে সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়িতে ছুটলেন অভিনেতা।

একদিন এই শাহরুখকেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির কুকুর বলেছিলেন! সামাজিক মাধ্যমে লিখেছিলেন, শাহরুখ নাকি তাঁর কুকুরের নাম! আর এখন বিপদে পড়তেই নিজের ছবি নিয়ে ছুটলেন সেই ‘কিং খান’এর বাড়িতেই। ‘মন্নত’এ ‘লাল সিং চাড্ডা’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ের কথা জানতে পারার পরই একথা বলছেন শাহরুখ অনুরাগীরা।

   

Laal Singh Chaddha

শোনা যাচ্ছে, আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলে এই সিনেমা শাহরুখের দেখার পর নাকি বেশ ভালোলেগেছে। ছবির কলাকুশলী এবং নির্মাতাদের সেকথা জানিয়েছেন ‘কিং খান’। বিশেষত আমিরের অভিনয় নাকি তাঁর বেশ মনে ধরেছে। শুধু এটুকুই নয়, আমির খান অভিনীত এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রেও দেখা যাবে শাহরুখকে।

অপরদিকে একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় আমিরও শাহরুখকে প্রশংসায় ভরিয়ে দেন। ‘লাল সিং চাড্ডা’য় ‘কিং খান’এর ক্যামিও নিয়ে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেন, ‘শাহরুখ আমার খুব কাছের বন্ধু। আমি ওঁকে বলেছিলাম, ‘আমার এমন একজনকে দরকার যে আমেরিকায় এলভিস প্রেসলির কাজটা করতে পারবে। আমার ভারতের সবচেয়ে বড় আইকনকে দরকার। তাই আমি তোমার কাছে এসেছি। আর ও খুব ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দিয়েছিল’।

Shah Rukh Khan and Aamir Khan

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। এই ছবি প্রসঙ্গে সম্প্রতি ‘কফি উইথ করণ’এ এসে অভিনেতা বলেন, ‘আমরা খুব ভালো একটি সিনেমা বানিয়েছি, তাই আমরা খুব উত্তেজিত। কিন্তু যদি দর্শকদের সিনেমাটি ভালো না লাগে, তাহলে আমাদের মন ভেঙে যাবে’।

‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এই সিনেমা পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আমির ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন করিনা কাপুর খান, মোনা সিংয়ের মতো শিল্পীরা। আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।