• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাল সিং চাড্ডা ফ্লপ, তবে পিকচার এখনও বাকি! আরও ৪টি ছবি নিয়ে বক্স অফিস কাঁপাতে আসছে আমির

Updated on:

After Lal Singh Chadda Flopped Amir Khan ready to comeback with Blockbusters

বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan) অভিনীত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে। ছবি নির্মাণের টাকাটুকুও তুলতে পারেনি ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। স্বপ্নের প্রোজেক্ট বক্স অফিসে এভাবে মুখ থুবড়ে পড়ায় বেশ ভেঙে পড়েছিলেন অভিনেতা নিজেও। তবে এবার সেই ধাক্কা কাটিয়ে একেবারে সুপারস্টারের মতোই কামব্যাক করতে চলেছেন আমির। এবার আর বছরে একটি ছবি নয়, বরং আগামী দেড় বছরে পরপর ৪টি সিনেমা নিয়ে দর্শকদের মন জয় করতে আসছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

প্রীতম প্যায়ারে (Pritam Pyare)- আমির পুত্র জুনেইদ খান এই ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে চলেছেন। ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই প্রোজেক্টটি। ‘প্রীতম প্যায়ারে’তে অভিনয় করছেন বলিউডের নামী অভিনেতা সঞ্জয় মিশ্রাও। ছেলে জুনেইদের ডেবিউ প্রোজেক্টে ক্যামিও চরিত্রে দেখা যাবে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। সম্প্রতি ‘প্রীতম প্যায়ারে’র সেট থেকে আমিরের লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছিল।

Aamir Khan in Pritam Pyare

২ ব্রাইডস (2 Brides)- ‘ধোবি ঘাট’এর পর ফের পরিচালকের আসনে বসতে চলেছেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং এই ছবিতেও একটি ক্যামিও চরিত্রে দেকখা যাবে অভিনেতাকে। শোনা যাচ্ছে, এটি একটি সোশ্যাল কমেডি ঘরানার সিনেমা হতে চলেছে। একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘২ ব্রাইডস’এ অভিনয় করতে চলেছে স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রানতা এবং নিতাংশি গোয়েল।

Aamir Khan and Kiran Rao

সালাম বেঙ্কি (Salaam Venky)- ফের বড়পর্দায় ফিরতে চলেছে ‘ফানাহ’ জুটির ম্যাজিক। রেবতী পরিচালিত এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে আমির খান এবং কাজলকে। শোনা যাচ্ছে, রেবতী পরিচালিত ‘সালাম বেঙ্কি’র মুখ্য চরিত্রে দেখা যাবে কাজলকে এবং আমির একটি গুরুত্বপূর্ণ ক্যামিও রোলে থাকবেন। রেবতী এই ক্যামিও চরিত্রের জন্য একজন শক্তিশালী অভিনেতাকে চেয়েছিলেন এবং আমির ছিলেন তাঁর প্রথম পছন্দ। অভিনেতাও ছবির কাহিনী শোনা মাত্রই এই প্রোজেক্টে হ্যাঁ বলে দেন।

Aamir Khan and kajol

ক্যাম্পিওনস রিমেক (Campeones Remake)- ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও আমির ফের একটি রিমেকে অভিনয় করতে চলেছেন বলে জানা গিয়েছে।

Aamir Khan

আমির নিজের ৫৭তম জন্মদিনে এই বিষয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন। অভিনেতা জন্মদিনে বলেছিলেন, ‘আমি এখনও আমার পরবর্তী সিনেমার কথা ঘোষণা করিনি। আপনি কীভাবে জানতে পারলেন? পরিকল্পনা এখনও চলছে। শীঘ্রই আপনাদের বিস্তারিত জানানো হবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥