• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সর্বত্রই চলছে ‘The Kashmir Files’ নিয়ে চর্চা, এবার ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন আমির খান

গত ১১ই মার্চ মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমা, ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কাশ্মীরি পন্ডিতদের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি প্রথম দিনেই প্রায় সাড়ে ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

প্রথমত নামজাদা সব তারকারা তার উপর এমন একটি জ্বলন্ত ইস্যু, সব মিলিয়ে ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল প্রবল। ১৯৯০ সালে কাশ্মীর ছেড়ে পন্ডিতরা চলে গিয়েছিলেন, সেই নির্মম ঘটনাই ফুটে উঠেছে ছবির চিত্রনাট্যে। শুরুর দিনেই বক্স অফিসে ধামাকা দেখিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’, এবং মুক্তির ৫ দিন পরেও সেই সাফল্যে বিন্দুমাত্র ভাটা পড়েনি।

   

দ্য কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,আমির খান,অনুপম খের,মিঠুন চক্রবর্তী,the Kashmir files,anupam kher,Mithun Chakraborty,aamir khan

এই মুহুর্তে এই ছবি প্রসঙ্গে বেশ লেখালিখি চলছে বিভিন্ন মহলে। মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে এই ছবির৷ এমনকি পরিচালক বিবেক অগ্নিহোত্রী খোদ প্রধানমন্ত্রীর থেকেও প্রশংসা শুনেছেন। একইভাবে আমির খানকেও এই ছবি প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। প্রসঙ্গত, জানিয়ে রাখি দিন দুয়েক আগেই ছিল আমির খানের জন্মদিন। আর সেই উপলক্ষেই একটি সাক্ষাতকারের মুখোমুখি হন আমির, তখনই তাকে এই নতুন ছবি প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়।

দ্য কাশ্মীর ফাইলস,বিবেক অগ্নিহোত্রী,আমির খান,অনুপম খের,মিঠুন চক্রবর্তী,the Kashmir files,anupam kher,Mithun Chakraborty,aamir khan

উত্তরে আমির খান জানান, ‘আমার এখনো পর্যন্ত এই ছবিটি দেখে ওঠা হয়নি তবে সবার মুখে মুখে শুনছি এই ছবির দারুণ জনপ্রিয় হয়েছে আমার অনেক অনেক অভিনন্দন রইল এই ছবির প্রতি।’ তিনি যে এই ছবি দেখার জন্য খুবই উদগ্রীব তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। উল্লেখ্য হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশের পাশাপাশি দা কাশ্মীর ফাইলস কে গোয়া এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকেও করমুক্ত ঘোষণা করা হয়েছে।