গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan), করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। দীর্ঘ চার বছর পর এই ছবির মাধ্যমেই কামব্যাক করেছেন সুপারস্টার আমির খান। তবে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে সেই সিনেমা। ছবির তৈরির টাকাটাও তুলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
এসবের মাঝেই শোনা যাচ্ছে, ‘মিস্টার পারফেকশনিস্ট’ ছবি ফ্লপ হওয়ার ধাক্কা সামলাতে পারেননি। তিনি বেশ অসুস্থ (Health) হয়ে পড়েছেন। এমনকি কারোর সঙ্গে কথাও বলছেন না। এই বিষয়ে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র বলেন, ‘ফরেস্ট গাম্প’এর সেরা ভার্সন বানানোর জন্য আমির প্রচণ্ড পরিশ্রম করেছেন। তবে দর্শকরা মুখ ফিরিয়ে নেওয়ায় উনি অনেক বড় ধাক্কা পেয়েছেন’।
আমিরের বর্তমান অবস্থা নিয়ে টুইট করেছেন অবসরপ্রাপ্ত চলচ্চিত্র সমালোচক কেআরকেও। তিনি লিখেছেন, ‘আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও গণমাধ্যমকে বলেছেন, লাল সিং চাড্ডা বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর আমির খুব স্তম্ভিত হয়ে পড়েছেন। কারোর সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। আমি ঋত্বিক রোশনের কাছে আবেদন করছি ওনার বাড়ি গিয়ে ওনাকে সাহায্য করুন’।
Aamir Khan‘s ex wife #KiranRao told to Media that Aamir is shocked and not in the condition to talk to anyone, after failure of #Laalsinghchadhha at the box office.
So I request @iHrithik to go to his home to help him.— KRK (@kamaalrkhan) August 15, 2022
‘লাল সিং চাড্ডা’ নিয়ে আমির কতটা প্যাশনেট ছিলেন, তা দর্শকদের অজানা নয়। বারবার এই ছবিটিকে নিজের ‘স্বপ্নের প্রোজেক্ট’ও বলেছিলেন অভিনেতা। পরিশ্রম করে তৈরি করা সেই ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় সেই ধাক্কা হয়তো সহ্য করতে পারেননি অভিনেতা।
দর্শকরা ‘লাল সিং চাড্ডা’ দেখতে না যাওয়ার কারণে ছবির ডিস্ট্রিবিউটররা হলের সংখ্যা কমিয়ে দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে ছবির সহ-প্রযোজক হওয়ার কারণে এই ক্ষতির অনেকটা দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আমির নিজে।
রাখি বন্ধনের দিন বক্স অফিসে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। টম হ্যাঙ্কস অভিনীত চরিত্রে অভিনয় করেছেন আমির। এছাড়াও ছবিতে করিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য, মানব ভিজের মতো অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন।