কে না চেনেন তাকে? একসময় বছরে তার একটি ছবি বেরোলেই হলে দর্শক ধরে রাখা যেত না। ৯০ এর দশকে বহু তরুণীর মনে ঝড় তুলেছেন তিনি। তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ‘কেয়ামত সে কেয়ামত তক’ থেকে ‘দঙ্গল’, ‘লাগান’ সবেতেই তার অভিনয় আজও চোখে লেগে আছে। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষারত ফের বড় পর্দায় দেখবেন বলে৷ খুব শিগগিরই ‘লাল সিং চড্ডা’ ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করবেন অভিনেতা। কিন্তু এই বড়সড় কামব্যাকের আগেই বারংবার শিরোনামে উঠে এসেছে আমিরের নাম।
এর আগে স্ত্রী কিরণ রাও এর সাথে তার বিচ্ছেদ নিয়ে দেদার জলঘোলা হয়েছিল সর্বত্র। হঠাৎই বিবৃতি দিয়ে দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আমির এবং কিরণ জানান, এর পর থেকে তারা শুধুই বন্ধু। এমনকি আমিরের নতুন সম্পর্ক নিয়েও গুঞ্জনের শেষ নেই। এর মধ্যেই ফের চর্চায় উঠে এল আমিরের নাম।
অভিনেতা এবার জানান অভিনয় ছাড়ার কথা। হ্যাঁ বলিউড থেকে বিদায় নেওয়ার জন্য নাকি একরকম সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিস্টার পারফেকশনিস্ট জানান, গত বছর করোনাকালেই নাকি একথা মনস্থির করে ফেলেছিলেন আমির।
কিন্তু সর্বসমক্ষে তিনি জানাননি কেননা, সকলে হয়ত ভাববে তিনি ‘লাল সিং চড্ডার’ প্রচারের জন্যই এমন করছেন। আমির ভেবেছিলেন অভিনয় ছেড়ে মেয়ে ইরার সাথে কাজ শুরু করবেন তিনি, কারণ তার ধারণা তিনি গত ৩০ বছরে সন্তানদের একটুও সময় দিতে পারেননি তিনি। কিন্তু আমিরের পুত্র এবং কন্যা ইরা ও জুনেইদের বক্তব্য অভিনয় না ছেড়েও ব্যালেন্স করা সম্ভব।
দুই প্রাক্তন স্ত্রীকে নিয়ে অনেক বড় পরিবার আমিরের। তাই তার অভিনয় ছাড়ার সিদ্ধান্তের পিছনে প্রধান কারণ ছিল কিরণ ও তাঁর বাবা মা, রীনা (আমিরের প্রথম স্ত্রী) ও তাঁর বাবা মা আর তাঁদের সন্তানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলেন তিনি। আমির ভেবেছিলেন নিঃশব্দে সরে যাবেন। কিন্তু পরবর্তীতে স্ত্রী কিরণ আমিরকে এই সিদ্ধান্ত নিতে বারণ করেন।