• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সলমন বিবেকহীন, বদরাগী! ভাইজানের ব্যবহার সহ্য করতে না পেরে ১ বছর কথা বলেননি আমির খান

বলিউডের জগৎ বাইরে থেকে যতটা রঙিন মনে হয়, তার ভিতরে ততটাই অন্ধকার লুকিয়ে থাকে। বলিউডের অভিনেতাদের মধ্যে বন্ধুত্ব যেমন আছে তেমনই আছে শত্রুতাও। বলিউডে এমন অনেক উদাহরণ পাবেন যে দুই বন্ধু এক সময় ভালো বন্ধু ছিলেন। তারপর তাদের মধ্যে এমন শত্রুতা এমন পর্যায়ে পৌঁছায় যে ছিল যে তারা একে অপরকে সহ্য কর‍তে পারেননা। বলিউডের দাবাং সালমান খান ও আমির খানের ক্ষেত্রেও এমনই কিছু ঘটেছিল

আজ জানাব দুই বলিউড সুপারস্টারের সম্পর্কে যারা বেস্ট ফ্রেন্ড ছিল এবং তারপর তাদের মধ্যে শত্রুতা হয় এবং কিছু দিন পর তারা আবার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আমরা বলিউড সুপারস্টার সালমান খান এবং আমির খানের কথা বলছি, দুজনেই প্রায় একই সময়ে তাদের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন এবং সাফল্যও পেয়েছিলেন।

   

Aamir khan,salman khan,andaj apna apna,friendship,আমির খান,আন্দাজ আপনা আপনা,বলিউড

‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি বলিউডে সেই সময় বিপুল সারা ফেলেছিল। এই ছবিতে আমির খান ছাড়াও সলমান খান, রবীণা ট্যান্ডন, করিশ্মা কাপুর, পরেশ রাওয়াল ও শক্তি কাপুরের মত বলিতারকারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। দীর্ঘ তিন বছর ধরে এই ছবির শ্যুটিং হয়েছিল।

এটি আদ্যপ্রান্ত একটি কমেডি ছবি। এই ছবি দেখে দর্শকরা তাদের হাসি থামাতে পারেনি। কিন্তু এই ছবির শ্যুটিং ঘিরে রয়েছে অদ্ভুত এক গল্প যা জানলে আপনি অবাক হবেন। এই ছবিতে কাজ করার সময় তারকারা নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলেননি।

Aamir khan,salman khan,andaj apna apna,friendship,আমির খান,আন্দাজ আপনা আপনা,বলিউড

শোনা যায়, আন্দাজ আপনা আপনা ছবির শুটিং চলাকালীন কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। করণ জোহরের শো-তে আমির খান এ নিয়ে অনেক কিছু প্রকাশ করেছেন। আমির জানান, ছবির শুটিং চলাকালীন তিনি সালমানের আচরণকে বেশ আনপ্রফেশনাল মনে করেন।

আমির বলেন, এর পর আমার মনে হয়েছে সালমানের থেকে আমার দূরত্ব বজায় রাখা উচিত। যদিও আপনাদের জানিয়ে রাখি যে শুটিং চলাকালীন তাদের দুজনের কেমিস্ট্রি ভালো না হলেও ছবিটিতে দুজনের কেমিস্ট্রি মানুষ পছন্দ করেছে। ছবিটিও বেশ সুপারহিট হয়েছিল।