• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের প্রথম সারির অভিনেতা, বিয়ে ভেঙেছে দুবার! চেনেন ছবির এই খুদে সুপারস্টারকে?

কে না চেনেন তাকে? একসময় বছরে তার একটি ছবি বেরোলেই হলে দর্শক ধরে রাখা যেত না। ৯০ এর দশকে বহু তরুণীর মনে ঝড় তুলেছেন তিনি। তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ‘কেয়ামত সে কেয়ামত তক’ থেকে ‘দঙ্গল’, ‘লাগান’ সবেতেই তার অভিনয় আজও চোখে লেগে আছে। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষারত ফের বড় পর্দায় দেখবেন বলে৷ খুব শিগগিরই ‘লাল সিং চড্ডা’ ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করবেন অভিনেতা। এবার নিশ্চিত বুঝতে পারছেন কার কথা বলছি?

হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Aamir Khan) কথাই। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে তারই একটি ছোটবেলার ছবি। দেখুন তো চিনতে পারছেন তার ছোট বেলার ছবিতে আমিরকে?

   

আমির খান,কিরণ রাও,লাল সিং চাড্ডা,Aamir khan,kiran rao,lal singh chadda,kareena kapoor,aamir khan childhood picture

যদিও ছোট থেকেই গ্ল্যামারের কমতি নেই আমিরের। উজ্জ্বল দুটো চোখ, নির্লিপ্ত মুখ এক দেখাতেই চেনা যায়। ছবিটিতে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে আছেন ছোট্টো আমির খান৷ সাদা হাতকাটা ফতুয়া আর হাফ প্যান্ট পরে খিলখিলিয়ে হাসছে সে। জানলে অবাক হবেন, আজ কোটি কোটি টাকার মালিক হলেও খুবই গরীব পরিবার থেকে উঠে এসেছেন অভিনেতা।

আমির খান,কিরণ রাও,লাল সিং চাড্ডা,Aamir khan,kiran rao,lal singh chadda,kareena kapoor,aamir khan childhood picture

তার বাবা পরিচালক ছিলেন, কিন্তু সেভাবে নাম করতে পারেননি কোনোওদিনই, তাই স্বজনপোষণ শব্দটা তার সাথে না জোড়াই ভালো। বরং নিজের ট্যালেন্ট আর অভিনয়ের দক্ষতাতেই আজ তিনি এই জায়গায়।

আমির খান,কিরণ রাও,লাল সিং চাড্ডা,Aamir khan,kiran rao,lal singh chadda,kareena kapoor,aamir khan childhood picture

বহু প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chadda)-র হাত ধরে পর্দায় সিনেম্যাটিক ক্যারিশ্মা দেখাতে ফিরছেন এই সুপারস্টার। উল্লেখ্য পরিচালক অদ্বৈত চন্দন পরিচালিত এই সিনেমাটি আসলে টম হ্যাঙ্কস অভিনীত অস্কারপ্রাপ্ত হলিউডি ছবি ‘ ফরেস্ট গাম্প ‘ এর হিন্দি রিমেক। এই ছবিতে টম হ্যাঙ্কসের চরিত্রেই দেখা যাবে আমিরকে।আমিরের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।

Aamir Khan Bollywood

সদ্য আরও একটি বিষয় নিয়ে লাগাতার শিরোনামে রয়েছেন অভিনেতা আমির খান। কিরণ রাওকে বিয়ে করার আমির ১৬ বছর আগে প্রথম রীনার সাথে বিয়ে করেছিলেন। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। আর গত বছর অর্থাৎ ২০২১ সালে কিরণের সাথেও বিয়ে ভাঙে আমিরের৷ এখন বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে৷