টলিপাড়ার এবছরে বিয়ের বন্যা বয়ে গিয়েছে। তবে এই বিয়ের মধ্যে এক বহু প্রতীক্ষিত বিয়ে হল নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha) জুটির বিয়ে। দীর্ঘ দিন ধরে প্রেম করছেন নীল তৃণা। অবশেষে ৪ঠা ফেব্রুয়ারী রাজকীয়ভাবে সম্পন্ন হল বিয়ে। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রচুর চমক। নীল তৃণার বিয়ের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
বিয়ের দিনে ছিল এক ঝাঁক তারকা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) হাজির ছিলেন। সাথে এলাহী খাবারের আয়োজন ছিল বিয়েতে। বিয়ের দিনে মালা বদল থেকে শুরু করে বিয়ের পরে মঞ্চে তৃণাকে কোলে নেওয়া সমস্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল।
সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় নীল তৃণা উভয়েই। লক্ষাধিক অনুগামীদের জন্য নিয়মিত রিল ভিডিও শেয়ার করেন দুজনেই। তবে, বিবাহের কারণে কিছুদিনের বিরতি পড়ে গিয়েছিল সোশ্যাল লাইফে। কিন্তু আর না, বিয়ের মিটতেই তৃণাকে ভালোবাসার আদরে ভরিয়ে দিলেন নীল।
সম্প্রতি নীল ভট্টাচার্য একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে বিয়ে ফুলশয্যা মিটতেই তৃণাকে আদরে ভরিয়ে দিলেন নীল। তৃণাকে জড়িয়ে ধরে ‘তু মেরি বাহো মে দুনিয়া ভুলা দে’ গানে চরম রোমান্টিক ভিডিও শেয়ার হারলেন নীল।
আর ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। বহু নেটিজন শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও শহরে হবার পর থেকে ইতিমধ্যেই ভিডিওতে লাইকের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুঁই ছুঁই।
View this post on Instagram