দীর্ঘ সময় ধরে প্রভাসের অনুরাগীরা তাঁর আগামী ছবি ‘আদিপুরুষ’এর (Adipurush) জন্য অপেক্ষা করছিলেন। ‘রামায়ণ’এর গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমা। অবশেষে গত ২ অক্টোবর অযোধ্যায় ধুমধাম করে প্রকাশ করা হয়েছে বহু প্রতীক্ষিত এই সিনেমার টিজার (Adipurush teaser)। আর এরপর থেকেই চটে গিয়েছেন দর্শকরা।
‘আদিপুরুষ’ টিজার প্রচণ্ড বেশি পরিমাণে হতাশ করেছে দর্শকদের। ভিএফএক্স থেকে শুরু করে ছবিতে প্রভাস (Prabhas), সইফ আলি খানদের (Saif Ali Khan) লুক- সব কিছু দেখেই প্রচণ্ড আশাহত হয়েছেন দর্শকরা। বিশেষত রাবণের (Ravan) চরিত্রে অভিনয় করা সইফের লুক দেখে তো দর্শকদের একাংশ বেজায় চটেও গিয়েছেন।
ওম রাউত পরিচালিত এই সিনেমার টিজার দেখে দর্শকদের একাংশের অভিযোগ, একেবারে কার্টুন সিনেমা মনে হচ্ছে। অনেকে তো আবার জনপ্রিয় কার্টুন চ্যানেল ‘পোগো’র সঙ্গেও ‘আদিপুরুষ’ টিজারের তুলনা করেছেন।
অনেকে তো আবার রাবণের দাঁড়িওয়ালা লুক দেখে প্রশ্ন তুলেছেন ‘এ কেমন রাবণ!’ তাঁদের অভিযোগ, রামায়ণকে অপমান করেছেন ‘আদিপুরুষ’ নির্মাতারা। অনেকে সরাসরি এও বলেছেন যে, সইফকে দেখে বাবর, ঔরঙ্গজেব, তৈমুর মনে হচ্ছে, তবে কোনও ভাবেই তাঁকে লঙ্কেশ রাবণ মনে হচ্ছে না।
একজন নেটিজেন যেমন সইফের লুক নিয়ে লিখেছেন, ‘রাবণের এটা কেমন লুক? রাবণ একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন। উনি উত্তরের দিকের কেউ ছিলেন না’। আর একজন নেটাগরিক আবার লিখেছেন, ‘সত্যি!!! রাবণ থেকে রিজওয়ান নাম রাখতে চলেছেন নাকি? দাঁড়ির স্টাইলিং কে করেছেন? জাভেদ হাবিব? ওনাকে দেখে আলাউদ্দিন খিলজি মনে হচ্ছে’।
‘আদিপুরুষ’এর দিক থেকে বলা হলে, ওম রাউত পরিচালিত এই সিনেমায় শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন সাউথ সুপারস্টার প্রভাস। বলি সুন্দরী কৃতি শ্যাননকে দেখা যাবে মাতা সীতার চরিত্রে। এছাড়াও সইফ আলি খানকে লঙ্কেশ রাবণ এবং সানি সিংকে দেখা যাবে লক্ষ্মণের চরিত্রে। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই সিনেমা।