• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতকালে ঝরবে ঘাম! ‘কামসূত্র’ অভিনেত্রীর ভিডিও দেখে রাতের ঘুম উড়ল নেটিজেনদের

Published on:

Bold actres Abha Paul photos goes viral on social media

গত কয়েকদিন ধরে শীতের জন্য হা-হুতাশ করছে বঙ্গবাসী। বৃহস্পতিবার যদিও বা একটু ঠাণ্ডা পড়েছিল, নিজের ভিডিওর মাধ্যমে সেই তাপমাত্রা একলাফে অনেকটা বাড়িয়ে দিলেন অভিনেত্রী আভা পাল (Aabha Paul)! না দ্বিতীয়ক্ষেত্রে অবশ্য আবহাওয়া নয়, বরং নেটপাড়ার উষ্ণতার কথা বলা হয়েছে।

ওয়েব দুনিয়ায় বেশ জনপ্রিয় আভা। অল্ট বালাজির বহু সাহসী ওয়েব সিরিজে তাঁকে দেখেছেন দর্শকরা। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামসূত্র থ্রি ডি’ থেকে চর্চায় আসেন অভিনেত্রী। এরপর ‘গণ্ডি বাত’, ‘হায় তৌবা’য় আভাকে দেখেছেন দর্শকরা। পর্দায় তাঁর বোল্ডনেসের বিষয়ে আলাদা করে সত্যিই কিছু বলার নেই। চোখের চাহনি দিয়েই দর্শকদের হৃদয়ে ঝড় তুলতে পারেন আভা।

Aabha Paul

একের পর এক সাহসী সিরিজে অভিনয় করে দর্শকদের রাতের ঘুম আগেই উড়িয়েছেন আভা। এবার অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। ‘কামসূত্র’ অভিনেত্রীর এই ভিডিও দেখতে শীতের মরসুমেও ঘাম ছুটতে পারে।

পর্দার মতোই আভা বাস্তব জীবনেও বেশ বোল্ড। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই সেকথা বেশ বোঝা যায়। রিলের মতো রিয়েল লাইফেও নিজের চোখের চাহনি দিয়ে নেটিজেনদের কাবু করে ফেলতে পারেন তিনি।

Aabha Paul

সম্প্রতি ‘গন্দি বাত’ অভিনেত্রীই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখার পর থেকে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সেই ভিডিওয় দেখা গিয়েছে, আভার পরনে রয়েছে কালো রঙের একটি স্লিট গাউন। উরু থেকে করে নিতম্ব- সেই গাউনের ফাঁক দিয়ে স্পষ্ট সবটাই। শুধু তাই নয়, উঁকি মারছিল অভিনেত্রীর অন্তর্বাসও।


আভার সরু ফিনফিনে অন্তর্বাস পোশাকের দু’পাশ থেকে একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল। এক ঝলক দেখলে মনে হবে অভিনেত্রী প্যান্ট পরেননি। অভিনেত্রীর এই ভিডিও যে নেটপাড়ার উষ্ণতা এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই ভিডিও দেখে শীতের মরসুমেও যে কত নেটিজেনের ঘাম ছুটেছে তা হয়তো গুনে শেষ করা যাবে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥