• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গরিবের অরিজিৎ সিং! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নকল অরিজিৎ, তুলনা টানতেই ফুঁসে উঠল নেটপাড়া

Published on:

ভারতীয় সংগীত জগৎ,Indian Music Industry,বলিউড,Bollywood,টলিউড,Tollywood,অরিজিৎ সিং,Arijit Singh,ভুয়ো অরিজিৎ সিং,Fake Arijit Singh,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

মাথায় পাগড়ি,গালে হালকা চাপ দাড়ি আর মুখে স্মিত হাসি। এই বিবরণ শোনা মাত্রই সবার প্রথমে যার নাম মাথায় থুড়ি  মনে আসে তিনি হলেন বাংলার ভূমিপুত্র তথা দেশের এক নম্বর গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায় তাঁরই মতো সেজে ঠোঁটের কোণে স্মৃত হাসি ঝুলিয়ে ‘ভুলভুলাইয়া’ সিনেমার বিখ্যাত গান গেয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন এক ব্যক্তি।

যাঁকে একঝলক দেখলে যে কারও কিন্তু মনে হবে ‘আরে এ তো আমাদের অরিজিৎ সিং’! কিন্তু আসলে তা নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ব্যক্তির মুখের দিকে ভালো করে তাকালেই নিমেষের মধ্যেই ভুল ভেঙ্গে যাবে সকলের। তাছাড়া এই পৃথিবীতে অরিজিৎ সিং তো একজনই।

Arijit Singh, Arijit Singh Siliguri concert, Arijit Singh in train, Arijit Singh in Teesta Torsa express

আর ওই ব্যক্তিকে দেখে অনেকে অরিজিৎ সিং ভেবে ভুল করেছেন। কারণ অরিজিতের সাথে তাঁর মুখের মিল রয়েছে অল্পবিস্তর।  যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে এমন একজনের সাথে অরিজিৎ সিং এর তুলনা টানায় রেগে লাল অরিজিৎ ভক্তরা।

ভারতীয় সংগীত জগৎ,Indian Music Industry,বলিউড,Bollywood,টলিউড,Tollywood,অরিজিৎ সিং,Arijit Singh,ভুয়ো অরিজিৎ সিং,Fake Arijit Singh,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

তাই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হতেই কমেন্ট সেকশনে একেবারে ঝেড়ে কাসুন্দি বানিয়ে দিয়েছেন অরিজিৎ ভক্তরা। কেউ লিখেছেন ‘কার সাথে কার তুলনা’!  আবার কারও কটাক্ষ ‘এমন হাসি দিলে দিলেই কি আর অরিজিৎ হওয়া যায়! তো রসিকতা করে কারও মন্তব্য ‘এ তো  গরিবের অরিজিৎ সিং,অরিজিৎ লাইট!’

প্রসঙ্গত এই মুহূর্তে দেশের প্রথমসারির গায়কদের  মধ্যে অন্যতম হলেন অরিজিৎ সিং। বাংলার ভূমিপুত্র এই গায়কের কন্ঠে স্বয়ং মা সরস্বতীর বাস। তাঁর মায়াবী গানের গলায় এমনই এক জাদু আছে যার নেশায় বুঁদ কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশবাসী। তবে শুধু দেশ নয়,দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের কোণায়,কোণায় ছড়িয়ে রয়েছেন অরিজিৎ ভক্তরা।

ভারতীয় সংগীত জগৎ,Indian Music Industry,বলিউড,Bollywood,টলিউড,Tollywood,অরিজিৎ সিং,Arijit Singh,ভুয়ো অরিজিৎ সিং,Fake Arijit Singh,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,ট্রোল,Troll

বলতে গেলে এই মুহূর্তে সাফল্যের একেবারে শিখরে বিরাজ করছেন গায়ক। কিন্তু তারপরেও আজও অহংকার শব্দটা ছুঁতে পারেনি তাঁকে। নাম-যশ-টাকা-পয়সা-খ্যাতি কোন কিছুরই অভাব নেই অরিজিতের। কিন্তু তারপরেও গায়কের অত্যন্ত সাধারণ মানের জীবন যাপন বারবার মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। তাই অরিজিতের শিল্পী সত্তাকেও ছাপিয়ে যায় তাঁর মাটির মানুষের মত আচরণ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥