• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ সই না করা পর্যন্ত সরছিনা, মন্নত নিয়ে ‘মন্নত’ এর সামনে ধর্ণা যুবকের

Published on:

Shah Rukh Khan শাহরুখ খান

শুধুমাত্র ছবিতে অভিনয় ছাড়াও মনের দিকে থেকেও যে সত্যিই ‘কিং’ শাহরুখ খান (Shah Rukh Khan), তা জানেন প্রায় প্রত্যেক ভারতবাসীই। লকডাউনের সময়ে আর্থিক সাহায্য হোক বা প্রায় সারাবছরব্যাপী স্বেচ্ছাসেবী সংস্থায় দান, এসবের কারণে মাঝেমধ্যেই সংবাদের পাতায় উঠে আসে কিং খানের নাম। মুম্বইয়ে কাজের আশায় আসা শাহরুখ যেভাবে স্ট্রাগল করে আজকের জায়গায় পৌঁছেছেন, সে ঘটনা আজ বলিউডের পাতায় প্রায় মিথের মত লিখিত রয়েছে। নিজে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন বলেই হয়তো ইন্ডাস্ট্রির ছোটখাটো মানুষদের সঙ্গেও এতটা আত্মিক যোগাযোগ তৈরি করতে পারেন তিনি, এমনটাই মত বলি-বোদ্ধাদের।

পরিচালক হোক বা জুনিয়র আর্টিস্ট, এমন বহু মানুষ আছেন যাঁদের কিং খান বলি-জগতে পা রাখতে সহায়তা করেছেন। আর এই আশাতেই কিং খানের ‘মন্নত’ (Mannat)-এর সামনে তাঁবু গেড়ে বসেছেন বেঙ্গালুরুর যুব পরিচালক জয়ন্ত সিগি (Jayanth Seege)। নিজের স্ক্রিপ্ট শাহরুখকে পড়ে শোনানোর জন্য গত ক’দিন ধরে উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন জয়ন্ত ।

Shah Rukh Khan শাহরুখ খান

সোশ্যাল মিডিয়া সূত্রে খবর, ইতিমধ্যেই ভাইরাল জয়ন্তর  ট্যুইট। প্রতিদিন কিভাবে, কি উপায়ে কাটাচ্ছেন তা প্রতি মুহূর্তে নেটিজেনদের জানাচ্ছেন জয়ন্ত সিগি । নিজ ট্যুইটে এই পরিচালক লিখেছেন, “আমার বার্তা শেয়ার করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্ল্যাকার্ড বা ব্যানার ছাড়াই আমি আমার দাবি জানাচ্ছি এবং সেক্ষেত্রে আমার পাশে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।” সূত্রের খবর, মন্নত-এর বিপরীতে সমুদ্র তীরবর্তী এলাকায় সময় কাটাচ্ছেন এই পরিচালক। প্রতিক্ষণে তিনি অপেক্ষা করছেন কতক্ষণে কিং খান তাঁর প্রতিক্রিয়া জানাবেন।

জয়ন্থের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে স্পষ্ট যে ২০২১-এর ‘নিউ ইয়ার রেজোলিউশন’ হিসেবে এই যুব-পরিচালক বেছে নিয়েছেন কিং খানকে তাঁর ছবির জন্য রাজি করানো। ছবির নাম ‘প্রজেক্ট এক্স’ রেখেছেন তিনি। সূত্রের খবর, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ ছবির কাজ সারতে। যদিও এসবের মাঝে নেটিজেনদের বক্তব্য, কিং খানের উচিত শত ব্যস্ততার মাঝেও জয়ন্ত সিগির দিকে দৃষ্টিপাত করা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥