• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উজবেকিস্তানে বউ রয়েছে মিঠুন চক্রবর্তীর! সাক্ষাৎকারে অজানা তথ্য প্রকাশ্যে আনলেন খোদ অভিনেতা

Published on:

Mithun Chakraborty,Mithun Chakraborty wife,Mithun Chakraborty second wife,Mithun Chakraborty Uzbekistan wife,Tollywood,Bollywood,entertainment,মিঠুন চক্রবর্তী,মিঠুন চক্রবর্তীর স্ত্রী,মিঠুন চক্রবর্তীর দ্বিতীয় স্ত্রী,মিঠুন চক্রবর্তীর উজবেকিস্তানের স্ত্রী,টলিউড,বলিউড,বিনোদন

বাংলা থেকে হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীই বলিউডে (Bollywood actor) নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাঁদের মধ্যে একজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাঙালি এই অভিনেতা দীর্ঘ সংগ্রাম করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফল হয়েছেন। তৈরি করেছেন নিজের পরিচয়।

মিঠুনের কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর চর্চা হয়েছে। একাধিক বলিউড অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। তবে অভিনেতা মালা দেন যোগিতা বালির গলায়। প্রায় ৪৪ বছর পরেও সুখে সংসার করছেন তাঁর সঙ্গেই।

Mithun Chakraborty Yogeeta Bali

তবে সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতা নিজের ব্যক্তিগত জীবনের একটি অজানা রহস্য থেকে পর্দা উঠিয়েছেন। যা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলে। মাস খানেক আগে মিঠুন এক সাক্ষাৎকারে জানান তাঁর দ্বিতীয় স্ত্রী (Mithun Chakraborty second wife) উজবেকিস্তানে থাকেন! স্বাভাবিকভাবেই একথা শুনে সকলে বেশ চমকে গিয়েছেন।

এতদিন পর্যন্ত মিঠুনের স্ত্রী হিসেবে সকলে যোগিতা বালির কথাই জানতেন। তবে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী’র কথা বলে সকলকেই বেশ অবাক করে দেন তিনি। ‘ডিস্কো ড্যান্সার’ যখন নিজের জীবনের এই অজানা কাহিনী বলছিলেন, সেই সময় তাঁর পাশে বসেছিলেন টলিউড সুপারস্টার দেব।

Mithun Chakraborty

মিঠুন জানান, একবার শ্যুটিং করতে তিনি উজবেকিস্তানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাঁর দেখা হয় পেশায় চিকিৎসক এক মহিলার সঙ্গে। মহাগুরুর অন্ধ ভক্ত তিনি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মহিলা স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর মিঠুনের পোস্টারের সঙ্গে বিয়েও করেছেন। আর সেই থেকে বলিউড তারকাকেই নিজের স্বামী হিসেবে মানেন তিনি।

‘প্রজাপতি’ অভিনেতা জানান, উজবেকিস্তানের সংশ্লিষ্ট মহিলার বাড়িতে ঢুকে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। বাড়ির চারিদিকে লাগানো ছিল তাঁর নানান ছবি। একটি স্থানে আবার স্বয়ং যীশু খ্রিস্টের পাশে বসানো ছিল মিঠুনের ছবি। এতদিন ধরে যাকে স্বামী হিসেবে মেনেছেন, সেই ব্যক্তিকে সামনে দেখে সংশ্লিষ্ট মহিলা বেশ আবেগঘন হয়ে পড়েছিলেন। সম্পূর্ণ বিষয়টি তাঁকেও বেশ আবেগঘন করে তুলেছিল বলে জানান মিঠুন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥