• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কল্পনার বাইরে টুইস্ট! OTT’র সেরা ক্রাইম থ্রিলারের তকমা পেয়েছে এই ৭ সিনেমা

Best Crime Thriller on OTT : থ্রিলার (Thriller) এমন একটি ঘরানা যা সিনেপ্রেমী মানুষরা ভীষণ পছন্দ করেন। থ্রিলার সিনেমা (Thriller movie) মানেই সেখানে পদে পদে থাকবে জম্পেশ টুইস্ট, শিরদাঁড়া দিয়ে নেমে যাবে ঠাণ্ডা স্রোত। ওটিটি (OTT) হোক বা বড়পর্দা- ভালো থ্রিলার ছবি কদর দর্শকরা সবসময় করেছে। আজকের প্রতিবেদনে তাই ওটিটির দুনিয়ার এমন ৭ বলিউড (Bollywood) সিনেমার নাম তুলে ধরা হল যা ‘সেরার’ তকমা ছিনিয়ে নিয়েছে।

গুলাল (Gulaal)- অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমায় একজন ল স্টুডেন্টের কাহিনী দেখানো হয়েছে। সে কীভাবে নোংরা রাজনীতির শিকার হয় তা ঘিরেই আবর্তিত হয় ছবির কাহিনী। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কেকে মেনন, রাজ সিং চৌধুরী অভিনয় করেছিলেন।

   

Gulaal movie, Best thriller movie on OTT

ওয়াজির (Wazir)- ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি পরিচালনা করেছিলেন বিজয় নাম্বিয়ার। অ্যান্টি টেররিজম স্কোয়াডের একজন সাসপেন্ডেড অফিসারের কাহিনী দেখানো হয়েছে এই ছবিতে। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, ফারহান আখতার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।

Wazir, Wazir movie, Best thriller movie on OTT

আ ডেথ ইন দ্য গঞ্জ (A Death In The Gunj)- কঙ্কনা সেন শর্মা পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি। খুনের অপরাধে ফেঁসে যাওয়া এক ব্যক্তিকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির কাহিনী।

A Death In The Gunj, Best thriller movie on OTT

মনসুন শ্যুটআউট (Monsoon Shootout)- অমিত কুমার নির্দেশিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। একটি এনকাউন্টারকে কেন্দ্র করে আবর্তিত হয় এই ছবির কাহিনী।

Monsoon Shootout, Best thriller movie on OTT

রাত অকেলি হ্যায় (Raat Akeli Hai)- নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত এই সিনেমা পরিচালনা করেছেন হানি তেহরান। একজন নববিবাহিত জমিদারের হত্যারহস্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি।

Raat Akeli Hai, Best thriller movie on OTT

শয়তান (Shaitan)- ২০১১ সালে রিলিজ হওয়া এই ছবিটিও পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ার। হিট অ্যান্ড রান কেসে ফেঁসে যাওয়া অমৃতা নামের এক মেয়ের কাহিনী দেখানো হয়েছে এই সিনেমায়। কল্কি কোয়েচলিন, গুলশন দেবাইয়ার মতো তারকারা অভিনয় করেছেন এই সিনেমায়।

Shaitan movie, Shaitan, Best thriller movie on OTT

আ থার্সডে (A Thursday)- বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের কেরিয়ারের অন্যতম সেরা ছবি হল ‘আ থার্সডে’। ইয়ামি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নেহা ধুপিয়া, অতুল কুলকার্নির মতো তারকারা।

A Thursday, A Thursday movie, Best thriller movie on OTT

একজন নার্সারি শিক্ষিকাকে কেন্দ্র করে আবর্তিত দেখানো হয়েছে ‘আ থার্সডে’ সিনেমায়। কীভাবে নিজের দাবি পূরণের জন্য একজন শিক্ষিকা ছোট্ট ছোট্ট শিশুদের অপহরণ করেন তা দর্শিত হয়েছে ছবিতে।