• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুলে সহপাঠীকে বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে ছাত্র! ‘বাংলা মিডিয়াম’র বাড়াবাড়ি দেখে চটে লাল দর্শকরা

Published on:

A school student came with a gun, shows Bangla Medium

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে একের পর এক নতুন সিরিয়াল শুরু হচ্ছে। কয়েকদিন আগেই যেমন স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা। নতুন এই ধারাবাহিকটি শুরুর পর থেকেই দর্শকদের চর্চার কেন্দ্রে চলে এসেছে। শুরুতেই একের পর এক ‘গাঁজাখুরি’ ট্র্যাক দেখে বেশ চটেই গিয়েছেন তাঁরা।

‘বাংলা মিডিয়াম’এর শুরুতেই পর্দার ইন্দ্রাণী অর্থাৎ তিয়াশা লেপচার অতিরঞ্জিত গ্রাম্য লুক দেখে হাসির রোল উঠেছিল নেটপাড়ায়। আজকালকার দিনে কোথায় কী ধরণের পোশাক পরে যেতে হয় তা প্রত্যেক মানুষই জানে। কিন্তু গ্রামের মেয়ে বলে ইন্দ্রাণীর দু’পাশে বিনুনি এবং পায়ে হাওয়াই চপ্পল পরা প্রচণ্ড বেমানান লেগেছে দর্শকদের।

Bangla Medium, Bangla Medium serial, Bangla Medium Indira

কিন্তু বাংলা ধারাবাহিকে তো অতিরঞ্জিত করাটা দিন দিন অভ্যাসে পরিণত হচ্ছে- অন্তত দর্শকরা নেটদুনিয়ায় এমনটাই বলছেন। ইন্দ্রাণীর লুক অবধি তবুও মেনে নেওয়া যায়। কিন্তু এরপর ‘বাংলা মিডিয়াম’এ যা দেখানো শুরু হয়েছে তা কিছুতেই মানতে পারছেন না দর্শকরা।

স্টার জলসার এই ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই সালফিউরিক অ্যাসিড দিয়ে আগুন নিভিয়েছে নায়িকা ইন্দিরা। অনেকেরই এই দৃশ্য দেখে রীতিমতো ‘শক’ লেগেছে। ‘বাংলা মিডিয়াম’এ দেখানো হয়েছে, স্কুলের রসায়নের ল্যাবে আগুন লেগে যাওয়ায় হাতের কাছে জল না পেয়ে ‘উপস্থিত বুদ্ধি’ ব্যবহার করে ল্যাবের মধ্যেকার H2s04’এর সঙ্গে ডিটারজেন্ট মেশায় ইন্দিরা।

Indira makes water with acid in Bangla Medium

এরপর অ্যাসিড এবং ডিটারজেন্ট মেশানো সেই মিশ্রণ ছুঁড়ে আগুন নেভায় নায়িকা। আর তা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ইতিমধ্যেই এই দৃশ্যটি দেখে নেটপাড়ায় তুমুল খিল্লি শুরু হয়েছে।

H2s04’এর সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে ইন্দিরার আগুন নেভানোর রেশ কাটতে না কাটতেই ‘বাংলা মিডিয়াম’এর নতুন ট্র্যাক দেখে ফের একবার দর্শকদের মাথা ঘুরে গিয়েছে। স্টার জলসার এই ধারাবাহিকটির নতুন পর্বে দেখতে পাবেন, স্কুলের মধ্যে লোডেড বন্দুক নিয়ে হাজির হয়েছে এক ছাত্র।

Bangla Medium, Bangla Medium serial trolled, Bangla Medium gun sequence

শুধু তাই নয়, সহপাঠীদের মধ্যে সেই লোডেড বন্দুকটির শো-অফও করে সংশ্লিষ্ট ছাত্র। এই দৃশ্য দেখেই দর্শকদের একাংশ বেশ চটে গিয়েছেন। স্কুলের মধ্যে একজন ছাত্র কীভাবে লোডেড বন্দুক নিয়ে আসতে পারে উঠতে শুরু করেছে সেই প্রশ্নও। শুধুমাত্র টিআরপি আনার জন্য মাত্রাতিরিক্ত জিনিস দেখানো হচ্ছে না? দর্শকদের একাংশ এই প্রশ্ন করাও শুরু করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥