viral video : ওদের কোনো বিশ্রাম নেই। প্রায় এক বছর বিরামহীন ভাবে সামনের সারিতে থেকে কোরোনা (Corona virus) মোকাবিলা করে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। বাড়ি, পরিবার, ছেড়েই কেউ কেউ আমাকে আপনাকে বাঁচাতে লড়াই করে চলেছেন এই প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে। ক্লান্তিতো ওদের ও আসে, কিন্তু ভেঙে পড়েননা তারা। কেননা তারা জানেন, তারা ভেঙে পড়লেই বিপদ।
কিন্তু এই একঘেয়ে রোজনামচা আর কদ্দিন ভালোলাগে? তাই এবার নিজেকে চার্জ আপ করতে আসানসোল জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডে পিপিই (PPE) পরেই জনপ্রিয় সিলেটি গান ‘নয়া দামানে’ নেচে নিলেন একজন নার্স। এই কোভিড যোদ্ধার নাম ইন্দ্রাণী দত্ত। ইতিমধ্যেই এই গান চূড়ান্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷
Nurse at Asansol District Hospital to relax Covid-19 patients. pic.twitter.com/crAbAc5M7m
— MD AASIF KHAN (@khanmdaasif) June 7, 2021
এর আগেও, কিছু ভিডিও খুব ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যে ভিডিও গুলির মধ্যে দেখা যাচ্ছে পিপিই কিট পরে নাচতে শুরু করেছে হাসপাতালে নার্সরা। একটু ভালোভাবে ভিডিওগুলি দেখলে বোঝাই যায় শুধু নার্সারাই না করোনা রোগীরাও সেই নাচে অংশগ্রহণ করেছে। আসলে এই করোনার সাথে যে যুদ্ধ আমরা লড়েই চলেছি সেই যুদ্ধে হার মারলে চলবে না। তাই মনোবল বাড়ানো আর কিছুটা বিনোদনের তাগিদেই এমন অভিনব প্রয়াস হাসপাতালে নার্সদের।
ভিডিওতে রোগীদের এই ধরনের মনোবল বাড়ানোর অভিনব প্রয়াস এর প্রশংসা করেছেন নেটিজেনরা। আর এই ভিডিওর মাধ্যমে আরেকটা বার্তা পৌছায় সমাজের কাছে। সেটা হল পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাকে হাসিমুখে জয় করব আমরা। তাই দিনের শেষে একটা কথা বলতেই হয় সাবধানে থাকুন সুস্থ থাকুন।এই প্রসঙ্গে ইন্দ্রাণী বলেন, ‘কোভিড রোগীদের মনে আনন্দ দিতে, এবং এই দমবন্ধ পরিবেশ থেকে যাতে নিজেরাও একটু আনন্দ পাই, তাই এই নাচ।’