• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই ধারাবাহিকের অন্ধ ভক্ত! সিরিয়ালে সিদ্ধার্থের অ্যাক্সিডেন্ট দেখে হাউমাউ করে কেঁদে ভাসালেন মহিলা

মিঠাই,সিদ্ধার্থ,ফ্যান,দুর্ঘটনা,কান্না,সিদ্ধার্থের দুর্ঘটনা দেখে কেঁদে ফেলল ফ্যান,জি বাংলা,mithai,sid,cry,Siddharth accident

মিঠাই (Mithai) সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই উত্তেজনার শেষ নেই। তার উপর এখন ধারাবাহিকে চলছে এক্কেবারে টান টান পর্ব। হেলদি হেঁশেল থেকে শুরু করে এখন নকল রং দিয়ে মোদক গ্রূপের বদনামের চেষ্টা আর সাথে নতুন প্রোমোতে সিদ্ধার্থের গাড়ির অ্যাক্সিডেন্ট (Sidharth Car Accident) সব মিলিয়ে আবারও দর্শককের চোখ আটকে গিয়েছে মিঠাই সিরিয়ালে।

এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের একেবারে বাংলা জোড়া নামডাক। তাদের ফ্যান ফলোয়ার্স প্রায় লক্ষ লক্ষ। কিছুদিন আগেই মিঠাইয়ের নতুন প্রোমোতে দেখানো হয়েছে সিদ্ধার্থর গাড়িকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে জলে। এরপর সেখানে পুলিশ সহ পরিবারের সকলে উপস্থিত হয়েছে। গাড়ি জল থেকে উদ্ধার করলেও তাতে সিদ্ধার্থ নেই। একপ্রকার সকলেই ভাবছে যে সিদ্ধার্থ হয়তো আর বেঁচে নেই। এরপরেই দিনের বেলা থেকে সন্ধ্যের দৃশ্যে দেখা যাচ্ছে রকস্টার সিদ্ধার্থকে।

মিঠাই,সিদ্ধার্থ,ফ্যান,দুর্ঘটনা,কান্না,সিদ্ধার্থের দুর্ঘটনা দেখে কেঁদে ফেলল ফ্যান,জি বাংলা,mithai,sid,cry,Siddharth accident

কিন্তু সিরিয়ালে সিদ্ধার্থের দুর্ঘটনা দেখেই মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের৷ কিন্তু সম্প্রতি যে ঘটনা সামনে এলো তা শুনলে আপনিও রীতিমতো চমকে উঠবেন। আসলে কিছু দর্শক মিঠাই ধারাবাহিক এতটাই ভালোবাসেন যে, ধারাবাহিকের চরিত্র গুলি কার্যত তাদের ঘরের লোক হয়ে উঠেছে। তাই তাদের কোনোও বিপদ দেখলে মন ঠিক থাকেনা অনুরাগীদের।

Mithai Serial Promo Video new twist

তাই সিরিয়ালের খুশির সময় মানে দর্শকদের মুখে হাসি আবার প্রিয় অভিনেতা অভিনেত্রীর দুঃখ মানে সেই দর্শকদের চোখে জল। এবার এই ঘটনারই জলজ্যান্ত প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায় , কিছু কিছু অনুরাগী এমনও আছেন যাদের কাছে মিঠাই মানে আবেগ।

মিঠাই,সিদ্ধার্থ,ফ্যান,দুর্ঘটনা,কান্না,সিদ্ধার্থের দুর্ঘটনা দেখে কেঁদে ফেলল ফ্যান,জি বাংলা,mithai,sid,cry,Siddharth accident

মিঠাইয়ের নন্দা অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী তার ইনস্টা স্টোরিতে একটি ভিডিওতে তার এক বোনকে তুলে ধরেছিলেন, যিনি সিদ্ধার্থের দুর্ঘটনার দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। কেঁদে ভাসিয়েছেন এক্কেবারে। এই কান্ড করে তিনি এই মুহুর্তে শিরোনামে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥