• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেক্স ডলের প্রেমে হাবুডুবু! অবশেষে আত্মীয়দের সাক্ষী রেখে আংটি পরিয়ে সারলেন বিয়ে

Published on:

৮ মাস ধরে একটি সেক্স ডলের সঙ্গে শারিরীক সম্পর্কে ছিলেন কাজাখস্তানের এক বডি বিল্ডার। কিন্তু হঠাৎই শরীরের পাশাপাশি ওই সেক্স ডল মার্গোকে মনও দিয়ে বসেন ইউরি টলোচকো নামের ওই ব্যক্তি। আর তারপরেই সে ঠিক করে মার্গোকে সর্বসমক্ষে বিয়ে করে বউয়ের মর্যাদা দিয়েই ঘরে তুলবেন তিনি।

আর কথা মতোই কাজ। বন্ধু, আত্মীয় সজন ডেকে ধুমধাম করে মার্গোকে বিয়ে করেন ইউরি। বিয়ের দিন মার্গোকে ইউরি সাজিয়েছিলেন সাদা গাউনে। আর নিজে তিনি সেজেছেন সাদা শার্ট কালো ব্লেজার আর বো টাইতে। ধুমধাম করে বিয়ের সমস্ত রীতি নিয়ম মেনেই মার্গোর হাতে ভালোবাসার আঙটি পরিয়ে দিয়েছেন তিনি।

বিয়ের অনুষ্ঠানেও ছিলনা কোনোও কার্পণ্য। ফুল, আলোর রোশনাইয়ে সাজিয়ে, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের নিয়েই সম্পন্ন হয়েছে ইউরো মার্গোর বিবাহ অনুষ্ঠান।

দীর্ঘ ৮ মাসে সেক্স ডলের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ইউরো। কখনো বাথটবে অন্তরঙ্গ মুহূর্তে, কখনো পিৎজা খেতে খেতে মার্গোর সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন ইউরো।

গত মার্চ মাসেই বিবাহের সিদ্ধান্ত নেন তিনি। তবে লকডাউনের কারনে সেই বিয়ে অনেকটাই পিছিয়ে যায়৷ এরপর তারা অক্টোবর মাসে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু রূপান্তর কামীদের মিছিলে তার ওপর হামলা হলে সেই বিয়েও বেশ কিছুদিন পিছিয়ে যায়। অবশেষে সব বাধা পেরিয়ে মার্গোকে বিয়ে করলেন ইউরি। উপস্থিত সকলের সামনেই গভীর চুম্বন করতে দেখা যায় তাদের। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥