• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন কর্ম তেমন ফল! পথ কুকুর কে লাথি মাড়তে গিয়ে নিজেই উল্টে পড়লেন ব্যক্তি, ভাইরাল শিক্ষনীয় ভিডিও

আজকাল হাতে হাতে স্মার্টফোন আর ইন্টারনেট পৌঁছে গিয়ে সোশ্যাল মিডিয়াতে (Social Media) নেটিজেনদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভাইরাল ভিডিওর (Viral Video) সংখ্যাও। প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল হয়ে পরে, যা নিমেষের মধ্যেই লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওতে কখনো হাসায় তো কখনোমন ছুঁয়ে যাবার মত কান্ড কারখানা দেখা যায়। আবার কখনও সখনও কিছু কিছু ভিডিওর জেরে অনেক শিক্ষাও পায় সাধারণ মানুষ।

কথায় আছে মানুষের পরিচয় তার ব্যবহারের মধ্যে দিয়ে হয়। এমন অনেক উদাহরণ রয়েছে আমাদের চারিদিকে যারা হয়তো আর্থিকভাবে সেভাবে স্বচ্ছল নয়। তবে তাদের কাজের মধ্যে দিয়েই বোঝা যায় যে বড় মনের অধিকারী তারা। তাছাড়া এমন অনেক মানুষ আছেন যারা নিঃস্বার্থ ভাবে ওপরের সেবা করতে চান, নিজের কথা না ভেবে। আবার এমন কিছু মানুষও রয়েছে যাদের নিষ্ঠুরতম ব্যবহারই বুঝিয়ে দেয় মন থেকে তারা ঠিক কতটা ছোট।

   

কুকুর,লাথি,ভাইরাল,ভিডিও,dog,kick,viral,viral video,video

আজ কাল স্বার্থ ছাড়া কেউ কিছু করেনা। সবকিছুর পিছনেই থাকে নোংরা স্বার্থ। কিন্তু কুকুর কখনো বিশ্বাসঘাতক হয়না, তার প্রভুই তার কাছে ভগবান সম। তবুও এই অবলা প্রাণী দের মাঝে মাঝেই বিষ দিয়ে মেরব দেয় মানুষ জাতি, অথবা গায়ে ছিটিয়ে দেয় গরম জল, একটু খাবার চাইতে এলে লাঠিপেটা করতেও দুবার ভাবেনা।

কুকুর,লাথি,ভাইরাল,ভিডিও,dog,kick,viral,viral video,video

সম্প্রতি এমনই এক ব্যক্তির নিষ্ঠুরতার পরিচয় মিলেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক পথকুকুরকে বিনা কারণে সজোরে লাথি মাড়তে গিয়েছিলেন এক ব্যক্তি, তবে এই কাজ করতে গিয়ে উচিৎ শিক্ষা পেলেন ব্যক্তি৷ দেখা গেল ইট মারার আগেই পাটকেল খেলেন তিনি। অবলা কুকুরকে লাথি মাড়তে গিয়ে নিজেই হুড়মুড়িয়ে উল্টে পড়লেন ব্যক্তি। কুকুরটির তো কিছুই হয়নি বরং ওই ব্যক্তিরই বেজায় আঘাত লেগেছে। নেটিজেনরা ব্যক্তিকে পরামর্শ দিয়েছে, একেই বলে কর্মফল। আর এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/Natureholic2/status/1494825736313573378?ref_