• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যখনই খিদে লাগে, বিদ্যুৎ খাই আমি! আজব মানুষের আজব কান্ড কারখানা

Published on:

মানুষ বড় আজব প্রাণী। কী না পারে সে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কত কীই যে দেখতে পাই তার হৃদিশ নেই। কেউ বা ভাঙা কাঁচের উপর নাচছে, কেউ বা বহুতল থেকে ঝাঁপ দিয়েও বেমালুম সুস্থ। কিন্তু এগুলো তাও না হয় মানলাম, আপনি কি কখনো শুনেছে একটা জলজ্যান্ত মানুষ বিদ্যুৎ খায়?

আজ্ঞে হ্যাঁ! উত্তর প্রদেশের বাসীন্দা ভাত মাছ অন্যান্য খাবারের মতো খেয়ে থাকেন বিদ্যুৎ। এইজন্য তাকে ‘দ্য হিউম্যান লাইট বালব’ বলা হয়। নরেশ জানান বিদ্যুৎ থেকেই নাকি শরীরের যত শক্তি সঞ্চিয় করেন তিনি। তিনি অকপটে বলেন, “আমার যখনই খিদে পায় অন্যান্য খাবারের মত আমি বিদ্যুৎ খাই। ঘরে কোনোও খাবার না থাকলে আমি একটা খোলা বিদ্যুতের তার মুখে নিই, আর আধ ঘন্টার মধ্যেই খিদে মিটে যায় আমার”

কারেন্ট খেয়েও সুস্থ থাকার রহস্য জানতে চাইলে তার দেহ বিদ্যুৎ নিরপেক্ষ, তার শরীরের মধ্যে দিয়ে উচ্চ ভোল্টের কারেন্ট বয়ে গেলেও নাকি তার কিছুই হয়না। ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার মুখে নিয়েও অনায়াসে বসে থাকতে পারেন তিনি।
বর্তমানে ৫ সন্তানের বাবা তিনি। হঠাৎই ৬ বছর আগে তার এই আশ্চর্য এবং অসম্ভব ক্ষমতা আবিষ্কার করেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥