• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাইভ কনসার্টে বিয়ের প্রস্তাব দিয়ে লিপকিস! তরুণীকে বিশেষ উপহার দিয়ে আবারও মন জিতলেন অরিজিৎ সিং

Published on:

Girl Propose her lover on Arijit Singh's live consert

অরিজিৎ সিং (Ariijit Singh) মানেই যেন একরাশ ভালোবাসা। তাঁর কণ্ঠে কত আইকনিক ভালোবাসার গান যে প্রাণ পেয়েছে তা গুনে শেষ করা যাবে না। প্রেমে পড়লে অরিজিতের গান শোনা এখন যেন ‘মাস্ট’ হয়ে গিয়েছে। এবার সেই গায়ককে সাক্ষী রেখেই প্রেমিককে বিয়ের প্রস্তাব দিলেন এক তরুণী। বিশেষ উপহার এল গায়কের তরফ থেকেও। সামাজিক মাধ্যমে (Social media) তুমুল ভাইরাল (Viral) হয়েছে সেই ভিডিও (Video)।

সম্প্রতি অউরঙ্গাবাদে শো (Aurangabad concert) করতে গিয়েছিলেন অরিজিৎ। সেই কনসার্টেই এক মহিলা ভক্তের ‘ভালোবাসা’র কারণে হাতে গুরুতর চোট পান গায়ক। হাত কাঁপছিল, হাত নাড়তে অসুবিধা হচ্ছিল গায়কের। শেষ পর্যন্ত ক্রেপ ব্যান্ডেজ বেঁধে শো সম্পূর্ণ করেন তিনি। সামাজিক মাধ্যমে এই ভিডিও এখনও ঘোরাফেরা করছে। সেই একই কনসার্টে এক যুগলের ভালোবাসার মুহূর্তের ভিডিও-ও নজর কেড়েছে নেটিজেনদের। অরিজিৎকে সাক্ষী রেখে প্রেমিক সৌমেনকে বিয়ের প্রস্তাব দেন এক তরুণী।

Arijit Singh, Arijit Singh heckled, Arijit Singh Aurangabad concert

অরিজিতের লাইভ কনসার্ট চলাকালীন হঠাৎই প্রেমের জোয়ার নামে অউরঙ্গাবাদে। মাইক হাতে এক তরুণী বলে ওঠেন, ‘সাধারণত দেখা যায়, একজন ছেলে একজন মেয়েকে প্রোপোজ করছে। তবে আমি সেই নিয়ম ভাঙতে চাই। আর আমি ওঁকে প্রেম প্রস্তাব দিতে চাই’।

একথা শুনেই অরিজিৎ মজার ছলে বলে ওঠেন, ‘তোমাদের মধ্যে আমি কেন কাবাব মে হাড্ডি হতে যাব। তোমরা চালিয়ে যাও’। একথা বলেই মঞ্চের ভেতর দিকে হাঁটা লাগান গায়ক। তখনই সেই তরুণী বাধা দেন অরিজিৎকে। শুধু বাধা দেওয়াই নয়, সেই তরুণী এও বলেন যে গায়ককে সাহায্য করতে হবে।

Arijit Singh Aurangabad concert couple, Arijit Singh Aurangabad concert

এরপর প্রেমিককে উদ্দেশ করে সেই তরুণী বলেন, ‘সেই গায়ককে সাক্ষী রেখে, যার কণ্ঠ জুড়ে রয়েছে শুধুই ভালোবাসা- তাঁর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, সৌমেন আমায় বিয়ে করব?’ একথা শুনেই প্রেমিকাকে জড়িয়ে তাঁর ঠোঁটে চুম্বন দেন তরুণ। তখনই বিশেষ উপহার আসে গায়কের তরফ থেকে।


এই যুগলের ভালোবাসা দেখে অরিজিৎ উপহার হিসেবে তাঁদের জন্য গেয়ে ওঠেন, ‘২ স্টেটস’ ছবির ‘মস্ত মগন’ গানটি। পছন্দের গায়কের গলায় এই ভালোবাসার গান শুনে আনন্দে ভাসতে থাকে সেই যুগলও। অরিজিতের সঙ্গে গলাও মেলাতে দেখা যায় তাঁদের। নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটিজেনদের মধ্যে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাঁদের ভালোবাসায় মুগ্ধ। কারোর আবার, সম্পূর্ণ ঘটনাটাই ‘অতিনাটকীয়’ এবং ‘স্ক্রিপ্টেড’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥