• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খতরোঁ কে খিলাড়ি! খালি হাতে বিশালাকার সাপ ধরলেন এই তরুণী, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ সকলের

Published on:

A girl catches a snake with bare hands video goes viral

Viral Video: সাপ দেখে কমবেশি আমাদের প্রত্যেকেরই ভয় লাগে। ছোট হোক বা বড়, সাপ (Snake) দেখলে আত্মারাম খাঁচা হয়ে যায় সকলের। শুধু তাই নয়, এমন অনেক মানুষ আছেন যাদের সাপের নাম শুনলেই গা শিরশির করে ওঠে। তবে সম্প্রতি এক তরুণীর এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে মনে হচ্ছে সাপের সঙ্গে তাঁর সম্পর্কটা ভীষণ বন্ধুত্বপূর্ণ! বিশালাকার এক সাপকে তিনি যেভাবে ধরেছেন তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

সম্প্রতি নেটপাড়ায় (Social Media) একটি ভিডিও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে দেখা যাচ্ছে, চুড়িদার পরা একটি মেয়ে (Girl) গোডাউন থেকে এক বিশালাকার সাপ উদ্ধার করেছেন। শুধু তাই নয়, খালি হাতে সেই সাপটিকে ধরে নিয়ে যেতেও দেখা যায় তাঁকে। পাশ থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকেন বাকি সকলে।

Girl catches a snake with bare hands viral video

দিনকয়েক আগে শ্বেতা ওয়াইল্ডলাইফ রেসকিউয়ার (Shweta Wild Life Rescuer) নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি (Video) শেয়ার করা হয়। নিমেষের মধ্যে লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে ফেলেন। সেই সঙ্গেই একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা।

একজন যেমন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘হে ভগবান! তুমি কীভাবে নিজের হাতে ওই সাপটিকে ধরেছো? আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যেত। সাপটার দিকে তাকানোর পর আমি আর বাঁচতাম না। এখনও গায়ে কাঁটা দিচ্ছে। দুর্বল হৃদয়ের মানুষদের জন্য এই ভিডিওটি নয়’।

Girl catches a snake with bare hands viral video

তবে অনেকেই আবার ভিডিওটি দেখে বলেছেন, সেখানে সে সাপটিকে দেখা যাচ্ছে সেটির বিষ নেই। মহারাষ্ট্রে নাকি হামেশাই দেখতে পাওয়া যায় এই ‘র‍্যাট স্নেক’। একজন সোশ্যাল মিডিয়া ইউজার যেমন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে এটা বিষহীন র‍্যাট স্নেক। নাহলে খালি হাতে এভাবে সাপ ধরা ভয়ানক হতে পারতো’।


তবে সাপের বিষ থাকুক বা না থাকুক এত বড় প্রাণীটিকে ধরতে যে সাহসের দরকার হয় সেকথা একবাক্যে মেনে নিয়েছেন প্রত্যেকে। ভাইরাল এই ভিডিওটি দেখে সকলে তাই মেয়েটির সাহসকে কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥