টলিউড (Tollywood) অভিনেতা যশ দাশগুপ্তকে (Yash Dasgupta) নিয়ে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা লেগেই থাকে। কাজের থেকে বেশি অবশ্য অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়। সম্প্রতি সেই অভিনেতাই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। দু’বার বিয়ে, দুই ছেলের বাবা হওয়া সত্ত্বেও তিনি নাকি ভার্জিন (Virgin)! এমনটাই দাবি করেছেন অভিনেতা।
যশের কেরিয়ার শুরু হয়েছিল ছোটপর্দার হাত ধরে। স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর বড়পর্দায় পা রাখেন অভিনেতা। যদিও টলিউডে এখনও তেমন পসার জমাতে পারেননি যশ। অভিনয় দক্ষতা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।
তবে যশের ভাগ্য বদলে যায় নুসরত জাহানের সঙ্গে নাম জড়ানোর পর। একটি ছবিতে অভিনয় করতে গিয়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকাকালীনই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তাঁদের ভালোবাসার ফসল হল ছেলে ঈশান।
যশ-নুসরতের সম্পর্ক এবং ঈশানের পিতৃত্ব নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। যদিও এখন সেসবের রেশ কেটে গিয়েছে। নিজের কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেতা। শীঘ্রই ‘ইয়ারিয়া ২’র হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন তিনি।
কাজের ফাঁকে সম্প্রতি অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন যশ। সেখানে একজন অভিনেতাকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘আপনি কি ভার্জিন?’ ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করলেও অভিনেতা তা এড়িয়ে যাননি, বরং উত্তর দিয়েছেন। একটি চোখ মারার ইমোজি সহযোগে যশ লেখেন, ‘একদম’। দুই বিয়ে এবং দুই ছেলের বাবা হওয়া সত্ত্বেও এমন প্রশ্ন শুনে যশ যে বেশ মজা পেয়েছেন তা তাঁর উত্তর দেখেই বোঝা যায়।
প্রসঙ্গত, নুসরতের সঙ্গে সম্পর্কের আগে শ্বেতা সিং কালহানসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন যশ। তাঁদের এক ছেলে রয়েছে, নাম রিয়াংশ। ডিভোর্সের সময় দু’জনেই ছেলের দায়িত্ব পেয়েছিলেন। যদিও রিয়াংশ বাবার সঙ্গে কলকাতাতেই থাকে। তবে বড় ছেলেকে কখনও ক্যামেরার সামনে আনেন না অভিনেতা।